Nojoto: Largest Storytelling Platform

পশ্চিমাঞ্চলের একটা পেঁজা মেঘ আমার কাছে এলো ভেসে তা

পশ্চিমাঞ্চলের একটা পেঁজা মেঘ আমার কাছে এলো ভেসে
তার সাথে ছিল একঝাঁক প্রজাপতি রঙিন
শিউলির গন্ধ মেখে বলল তারা হেসে হেসে;
শুনছো তুমি.. আজকে কারুর জন্মদিন...।
তার মা বাবা দাদু দিদা ভীষণ ব্যস্ত নানা আয়োজনে
তোমার সাথেও তো যোগ আছে তার? সম্বন্ধ একটা উঠেছে গড়ে
উপহার কিছু দেবে নাকি.. তার শুভ জন্মদিনে?
প্রজাপতির বড্ড তাড়া,আমি বললাম ওরে থাম্,একটু দাঁড়া..
জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলাম আমি দোলনচাঁপার পাপড়ি মোড়া।
বলিস তোরা আমার হয়ে.. এই কবিতাখানি দিস শুনিয়ে
সে যে ভারী লক্ষ্মী মেয়ে, শুভ জন্মদিন শুভ জন্মদিন বলিস তোরা গুনগুনিয়ে।
 Dedicating a #testimonial to কিম্ভূত 
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর আর এত্তোগুলো হামি ♥️♥️♥️♥️❤️❤️❤️♥️❤️💁💁💁💁💁💁💁💁💁 খুব খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস আর এভাবেই লিখতে থাকিস।আর আমাকেও একটু নজরে রাখিস 😔।বড়োরাও তো ভুল করে..তখন ঠাকুমা হয়ে খুব করে শাসন করে দিস কেমন।



#শুভজন্মদিন 

#উপহার
পশ্চিমাঞ্চলের একটা পেঁজা মেঘ আমার কাছে এলো ভেসে
তার সাথে ছিল একঝাঁক প্রজাপতি রঙিন
শিউলির গন্ধ মেখে বলল তারা হেসে হেসে;
শুনছো তুমি.. আজকে কারুর জন্মদিন...।
তার মা বাবা দাদু দিদা ভীষণ ব্যস্ত নানা আয়োজনে
তোমার সাথেও তো যোগ আছে তার? সম্বন্ধ একটা উঠেছে গড়ে
উপহার কিছু দেবে নাকি.. তার শুভ জন্মদিনে?
প্রজাপতির বড্ড তাড়া,আমি বললাম ওরে থাম্,একটু দাঁড়া..
জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিলাম আমি দোলনচাঁপার পাপড়ি মোড়া।
বলিস তোরা আমার হয়ে.. এই কবিতাখানি দিস শুনিয়ে
সে যে ভারী লক্ষ্মী মেয়ে, শুভ জন্মদিন শুভ জন্মদিন বলিস তোরা গুনগুনিয়ে।
 Dedicating a #testimonial to কিম্ভূত 
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর আর এত্তোগুলো হামি ♥️♥️♥️♥️❤️❤️❤️♥️❤️💁💁💁💁💁💁💁💁💁 খুব খুব ভালো থাকিস সুস্থ্য থাকিস আর এভাবেই লিখতে থাকিস।আর আমাকেও একটু নজরে রাখিস 😔।বড়োরাও তো ভুল করে..তখন ঠাকুমা হয়ে খুব করে শাসন করে দিস কেমন।



#শুভজন্মদিন 

#উপহার