Nojoto: Largest Storytelling Platform

আজ নাকি চকোলেট ডে। চারিদিকে প্রেমিক প্রেমিকারা সব

আজ নাকি চকোলেট ডে। চারিদিকে প্রেমিক প্রেমিকারা  সব দামি দামি ক্যাডবেরি একে অপরকে গিফ্ট করছে। ক্যাডবেরি-এর দোকানগুলোতে আজ ভিড় উপচে পড়ছে। 
 ফুটপাতে থাকা এক শিশু বাইরে থেকে দেখছে হরেক রকম চকোলেট। সে তার বাবাকে বলল একটা ক্যাডবেরি কিনে দেওয়ার জন্য। কিন্তু লেবু বিক্রেতা বাবা এর পক্ষে অত
 দামী ক্যাডবেরি কেনা যে অসম্ভব তা ছোট্ট আদুরে মা হারা মেয়েটিকে বোঝাবেন কি করে। জীবন যে ফুটপাতে বড়ই কঠিন। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল মধ্য বয়স্ক স্বামী-স্ত্রী। ছোট্ট মেয়েটির আবদার দেখে তারা একবাক্স ক্যাডবেরি কিনে মেয়েটির হাতে দিলো। কিন্ত আত্মসম্মানজ্ঞানী বাবা তা ফিরিয়ে দিতে চাইল। মহিলাটি তখন মেয়েটিকে আদর করতে করতে জানাল যে, তাঁদের কোনো সন্তান নেই। মা-বাবা ডাক শোনার সৌভাগ্য এই ১০ বছরে হয়নি। আজ তাঁদের সন্তান হলে এরম-ই হতো। আজ তাই চকোলেট দেওয়ার লোভ সামলাতে না পেরে অনুমতি না নিয়েই কিনে ফেলে । সমস্ত কিছু শুনে সেই বাবার চোখেও জল।  মেয়েটি ক্যাডবেরি পেল আর উপরন্তু সেই মা-বাবা পেল এক সন্তান। ভালোবাসা গুলো এভাবেই ছড়িয়ে পড়ুক আনাচে - কানাচে। শুকিয়ে যাওয়া ভালোবাসা এর গাছ জল পাক, গাছ শাখাপ্রশাখা ছড়িয়ে ফুল-ফলে সমৃদ্ধি পাক। 

- অঙ্গনা দাস #HappyChocolateDay
#LoveForChildren
#LoveForAll
#Happiness
আজ নাকি চকোলেট ডে। চারিদিকে প্রেমিক প্রেমিকারা  সব দামি দামি ক্যাডবেরি একে অপরকে গিফ্ট করছে। ক্যাডবেরি-এর দোকানগুলোতে আজ ভিড় উপচে পড়ছে। 
 ফুটপাতে থাকা এক শিশু বাইরে থেকে দেখছে হরেক রকম চকোলেট। সে তার বাবাকে বলল একটা ক্যাডবেরি কিনে দেওয়ার জন্য। কিন্তু লেবু বিক্রেতা বাবা এর পক্ষে অত
 দামী ক্যাডবেরি কেনা যে অসম্ভব তা ছোট্ট আদুরে মা হারা মেয়েটিকে বোঝাবেন কি করে। জীবন যে ফুটপাতে বড়ই কঠিন। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল মধ্য বয়স্ক স্বামী-স্ত্রী। ছোট্ট মেয়েটির আবদার দেখে তারা একবাক্স ক্যাডবেরি কিনে মেয়েটির হাতে দিলো। কিন্ত আত্মসম্মানজ্ঞানী বাবা তা ফিরিয়ে দিতে চাইল। মহিলাটি তখন মেয়েটিকে আদর করতে করতে জানাল যে, তাঁদের কোনো সন্তান নেই। মা-বাবা ডাক শোনার সৌভাগ্য এই ১০ বছরে হয়নি। আজ তাঁদের সন্তান হলে এরম-ই হতো। আজ তাই চকোলেট দেওয়ার লোভ সামলাতে না পেরে অনুমতি না নিয়েই কিনে ফেলে । সমস্ত কিছু শুনে সেই বাবার চোখেও জল।  মেয়েটি ক্যাডবেরি পেল আর উপরন্তু সেই মা-বাবা পেল এক সন্তান। ভালোবাসা গুলো এভাবেই ছড়িয়ে পড়ুক আনাচে - কানাচে। শুকিয়ে যাওয়া ভালোবাসা এর গাছ জল পাক, গাছ শাখাপ্রশাখা ছড়িয়ে ফুল-ফলে সমৃদ্ধি পাক। 

- অঙ্গনা দাস #HappyChocolateDay
#LoveForChildren
#LoveForAll
#Happiness
anganadas8989

Angana Das

New Creator