Nojoto: Largest Storytelling Platform

একটা নতুন ভোর হবে আবার, সূর্যটা হেসে উঠবে তোর মাঠে

একটা নতুন ভোর হবে আবার,
সূর্যটা হেসে উঠবে তোর মাঠের ঘাসের ওপর।
বিন্দু বিন্দু শিশির ভেজা গল্প,আর একটা শান্ত গ্রাম
উপহার দিবি আমার শহরকে?
কাশের বনে ফুটেছে আলো,মলিন হাসি তোরই মতো
তেপান্তরের ওপারে যখন বেলা পড়ে আসবে,
তখন আবার একটা অট্টহাসি দিয়ে চলে যাবি?
ধূ ধূ করা জ্বলন্ত বিকালে কবির ক্রন্দনে
আবার একটা উন্মুক্ত বিচ্ছেদের নিনাদ।
ভুলে যাবি?বিচ্ছেদ,প্রেম,ইতিহাস।
জীবন্ত খাতায় উপহার দিবি?
তোর গ্রামের মরোকে বন্দী একটা নতুন সকালের,
আমি কাশের ডগায় শিশির দেখবো,সূর্যের তেজে কত রঙিন?

Shreya #quote
#bengali
#poem
#stories
একটা নতুন ভোর হবে আবার,
সূর্যটা হেসে উঠবে তোর মাঠের ঘাসের ওপর।
বিন্দু বিন্দু শিশির ভেজা গল্প,আর একটা শান্ত গ্রাম
উপহার দিবি আমার শহরকে?
কাশের বনে ফুটেছে আলো,মলিন হাসি তোরই মতো
তেপান্তরের ওপারে যখন বেলা পড়ে আসবে,
তখন আবার একটা অট্টহাসি দিয়ে চলে যাবি?
ধূ ধূ করা জ্বলন্ত বিকালে কবির ক্রন্দনে
আবার একটা উন্মুক্ত বিচ্ছেদের নিনাদ।
ভুলে যাবি?বিচ্ছেদ,প্রেম,ইতিহাস।
জীবন্ত খাতায় উপহার দিবি?
তোর গ্রামের মরোকে বন্দী একটা নতুন সকালের,
আমি কাশের ডগায় শিশির দেখবো,সূর্যের তেজে কত রঙিন?

Shreya #quote
#bengali
#poem
#stories
shreyadey9127

Shreya Dey

New Creator