পরিবেশ বাচাতে আমরা গাছ লাগাতে বলি গাছ কাটতে না বলি, গাছের যত্ন নিতে বলি। পরিবেশ দূষণ হবে, এমন কাজ থেকে বিরত থাকার কথা বলি। তেমনি মানসিক দূষণ থেকে বাঁচতে হলে ভালো কিছু দেখুন, ভালো কিছু বলুন, ভালো কিছু শুনুন। বেশি বেশি করে মনীষীদের জীবনী পড়ুন ও পড়ান। চোখ ও মনের সামনে থেকে অসামাজিক যা কিছু, দুর করতে সামাজিক কিছু নিয়ে মেতে থাকুন। ©Aiub Khan #মনুষ্যত্ব #সমাজ #সমাজচিত্র #সমাজেরদৃষ্টিভঙ্গি #Hope