Nojoto: Largest Storytelling Platform

মাঝে মাঝে খুব একা হয়ে যেতে ইচ্ছে করে। নিজের জন্য এ

মাঝে মাঝে খুব একা হয়ে যেতে ইচ্ছে করে।
নিজের জন্য একটু আলাদা করে
সময় বের করতে ইচ্ছে হয় খুব।
সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও বসে
সময়গুলো পার হয়ে যেতো।
সাগর পাড়ে কিংবা কোনো গাছের নিচে
জড়সড় হয়ে বসে একটা সিগারেট টেনে
ধোঁয়া ছেড়ে সেই ধোঁয়া কত দূর চলে যায় দেখবো... 
পাশেই রাস্তা দিয়ে গাড়িগুলো চলে যাবে।
মানুষগুলোর ঘরে ফেরার তাড়া থাকবে খুব।
অথচ নিজেকে নিয়ে কোনো তাড়া নেই।
শুধুই আরেকজনের জন্যই মানুষগুলো ঘরে ফিরে যায়।
আমরা আসলে অন্যকে যতটা একা ভাবি,
আমরা নিজের কাছেই ঠিক ততটাই একা... 
একটা জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার মতোই একা!  
যতক্ষন নিকোটিন ছিলো জ্বলে গেছে,
ধোঁয়ার সাথে সাথেই ফুরিয়ে গেলো!
ধোঁয়াগুলো চোখের সামনেই মিলিয়ে গেলো।
সময়গুলোও আমাদের চোখের সামনেই মিলিয়ে যায়...
আমাদের কোনো তাড়া নেই...
সময়ের বড্ড তাড়া... 

~Linkon somoy!
মাঝে মাঝে খুব একা হয়ে যেতে ইচ্ছে করে।
নিজের জন্য একটু আলাদা করে
সময় বের করতে ইচ্ছে হয় খুব।
সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও বসে
সময়গুলো পার হয়ে যেতো।
সাগর পাড়ে কিংবা কোনো গাছের নিচে
জড়সড় হয়ে বসে একটা সিগারেট টেনে
ধোঁয়া ছেড়ে সেই ধোঁয়া কত দূর চলে যায় দেখবো... 
পাশেই রাস্তা দিয়ে গাড়িগুলো চলে যাবে।
মানুষগুলোর ঘরে ফেরার তাড়া থাকবে খুব।
অথচ নিজেকে নিয়ে কোনো তাড়া নেই।
শুধুই আরেকজনের জন্যই মানুষগুলো ঘরে ফিরে যায়।
আমরা আসলে অন্যকে যতটা একা ভাবি,
আমরা নিজের কাছেই ঠিক ততটাই একা... 
একটা জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার মতোই একা!  
যতক্ষন নিকোটিন ছিলো জ্বলে গেছে,
ধোঁয়ার সাথে সাথেই ফুরিয়ে গেলো!
ধোঁয়াগুলো চোখের সামনেই মিলিয়ে গেলো।
সময়গুলোও আমাদের চোখের সামনেই মিলিয়ে যায়...
আমাদের কোনো তাড়া নেই...
সময়ের বড্ড তাড়া... 

~Linkon somoy!
linkon1659341804404

Linkon

New Creator