Nojoto: Largest Storytelling Platform

দুয়ারেতে বস্তা পেতে নাম তার সুর বারে বারে উঠোনেত

দুয়ারেতে  বস্তা পেতে নাম তার সুর
বারে বারে উঠোনেতে দেখি রোদ্দুর।
দেওয়াল ঘড়ি ছিলনা কোন ছিল সূর্য ঘড়ি
পালুই তলায় রোদ গেলেই গুছাই পাততাড়ি।
গায়ে মাথায় সরিষার তেল হাতে নিয়ে গামছা
পুকুরপাড়ে জোটে সবাই আনন্দে ঝাঁপাই ঝাঁ।
নতুন নতুন সাঁতার শেখা কলাগাছ নিয়ে
কেউবা ঘেরাওয়ালা  জামার ভিতর হাওয়া ঢুকিয়ে।
ছোট্ট একটা কাঠি নিয়ে জলের ভেতর লুকোচুরি
অবশেষে ঝগড়া বালি ছোড়াছুড়ি ।
পুকুরের মালিক রাগ করেন খুব
নালিশ করলে তখন বুক ধুকপুক।
পুকুরের পাড় ভাঙে হয় তাদের ক্ষতি
মায়ের হাতের লাঠি আর দাঁত কপাটি।
তারপর নাকে মুখে ঘি আলু ভাত
দল বেঁধে ইস্কুল যাই হাঁটা পথ।
গল্প আরো আছে হয়নি শেষ
এখন তোরা পাড়ি দে স্বপ্নের দেশ।
 
কিম্ভূত .... 
Rahul Starrs 
মুকুন্দ কর 



#পুরোনো_ডাইরি
দুয়ারেতে  বস্তা পেতে নাম তার সুর
বারে বারে উঠোনেতে দেখি রোদ্দুর।
দেওয়াল ঘড়ি ছিলনা কোন ছিল সূর্য ঘড়ি
পালুই তলায় রোদ গেলেই গুছাই পাততাড়ি।
গায়ে মাথায় সরিষার তেল হাতে নিয়ে গামছা
পুকুরপাড়ে জোটে সবাই আনন্দে ঝাঁপাই ঝাঁ।
নতুন নতুন সাঁতার শেখা কলাগাছ নিয়ে
কেউবা ঘেরাওয়ালা  জামার ভিতর হাওয়া ঢুকিয়ে।
ছোট্ট একটা কাঠি নিয়ে জলের ভেতর লুকোচুরি
অবশেষে ঝগড়া বালি ছোড়াছুড়ি ।
পুকুরের মালিক রাগ করেন খুব
নালিশ করলে তখন বুক ধুকপুক।
পুকুরের পাড় ভাঙে হয় তাদের ক্ষতি
মায়ের হাতের লাঠি আর দাঁত কপাটি।
তারপর নাকে মুখে ঘি আলু ভাত
দল বেঁধে ইস্কুল যাই হাঁটা পথ।
গল্প আরো আছে হয়নি শেষ
এখন তোরা পাড়ি দে স্বপ্নের দেশ।
 
কিম্ভূত .... 
Rahul Starrs 
মুকুন্দ কর 



#পুরোনো_ডাইরি