Nojoto: Largest Storytelling Platform

Anniversary (অনুগল্প) আজ প্রচণ্ড রেগে গেছে সুমন।

Anniversary (অনুগল্প)

আজ প্রচণ্ড রেগে গেছে সুমন। সকাল সকাল ঝগড়া কার-ই বা ভালো লাগে!
কি! না আজ তাদের বিয়ের অষ্টম বছর পূর্ণ হল সেটা বেমালুম ভুলে গিয়েছিল সে। আর অদিতি-কে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছিল "এক কাপ চা কর তো। চিনি কম দিও।"
অদিতির বুঝতে দেরী হয়নি যে তার স্বামী অন্যবারের মতই এবারেও তাদের Anniversary Date বেমালুম ভুলে মেরে দিয়েছে।
ভুলটা সুমনের-ই। তা বলে এত অশান্তি, ঝগড়া, কান্না, যে শেষমেষ অফিসের দেরী হয়ে যাচ্ছে দেখে একটা 'Happy Anniversary' অদিতির মুখের উপর এক প্রকার ছুঁড়ে দিয়েই বেরিয়ে এসেছে সুমন।
দেরী হয়ে যাবে আজ। নটা দশের মেট্রো টা তো পাবেই না। তার পরেরটা বা তার পরেরটাও পাবে কি?
হন্তদন্ত হয়ে যখন স্টেশনের সামনে পৌঁছল, দেখল বহু মানুষের জটলা সেখানে। Accident, আগুন, এ ধরনের কয়েকটা টুকরো কথা কানে এল সুমনের।
একজনকে জিজ্ঞেস করতেই বেরিয়ে এল খবরটা।
ঠিক গিরিশ পার্ক পেরোতেই নটা দশের মেট্রোতে আগুন ধরে গিয়েছিল। বেশ কিছু যাত্রী আহত, সবাই আতঙ্কিত। এবং তাই মেট্রো এখন বন্ধ।
খানিকক্ষণ দম বন্ধ হয়ে দাঁড়িয়ে রইল সুমন। পকেটে ফোনটা বাজছে। হয়ত অফিসের-ই কারো। ধরল না।
স্টেশনের গা ঘেঁষে যে ফুলওয়ালাটা বসে তার কাছ থেকে আটটা গোলাপ কিনল। ভাল করে রাংতায় মোড়া, সুন্দর করে সাজানো।
বাড়ি ফিরে গিয়েই অদিতিকে Anniversary উইশ করতে হবে।   #bengali #bengalistory #onugolpo #lovestory
Anniversary (অনুগল্প)

আজ প্রচণ্ড রেগে গেছে সুমন। সকাল সকাল ঝগড়া কার-ই বা ভালো লাগে!
কি! না আজ তাদের বিয়ের অষ্টম বছর পূর্ণ হল সেটা বেমালুম ভুলে গিয়েছিল সে। আর অদিতি-কে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছিল "এক কাপ চা কর তো। চিনি কম দিও।"
অদিতির বুঝতে দেরী হয়নি যে তার স্বামী অন্যবারের মতই এবারেও তাদের Anniversary Date বেমালুম ভুলে মেরে দিয়েছে।
ভুলটা সুমনের-ই। তা বলে এত অশান্তি, ঝগড়া, কান্না, যে শেষমেষ অফিসের দেরী হয়ে যাচ্ছে দেখে একটা 'Happy Anniversary' অদিতির মুখের উপর এক প্রকার ছুঁড়ে দিয়েই বেরিয়ে এসেছে সুমন।
দেরী হয়ে যাবে আজ। নটা দশের মেট্রো টা তো পাবেই না। তার পরেরটা বা তার পরেরটাও পাবে কি?
হন্তদন্ত হয়ে যখন স্টেশনের সামনে পৌঁছল, দেখল বহু মানুষের জটলা সেখানে। Accident, আগুন, এ ধরনের কয়েকটা টুকরো কথা কানে এল সুমনের।
একজনকে জিজ্ঞেস করতেই বেরিয়ে এল খবরটা।
ঠিক গিরিশ পার্ক পেরোতেই নটা দশের মেট্রোতে আগুন ধরে গিয়েছিল। বেশ কিছু যাত্রী আহত, সবাই আতঙ্কিত। এবং তাই মেট্রো এখন বন্ধ।
খানিকক্ষণ দম বন্ধ হয়ে দাঁড়িয়ে রইল সুমন। পকেটে ফোনটা বাজছে। হয়ত অফিসের-ই কারো। ধরল না।
স্টেশনের গা ঘেঁষে যে ফুলওয়ালাটা বসে তার কাছ থেকে আটটা গোলাপ কিনল। ভাল করে রাংতায় মোড়া, সুন্দর করে সাজানো।
বাড়ি ফিরে গিয়েই অদিতিকে Anniversary উইশ করতে হবে।   #bengali #bengalistory #onugolpo #lovestory
avikdas3455

Avik Das

New Creator