Nojoto: Largest Storytelling Platform

থাকি যখন অনেক দূরে মন কাঁদে তোমার জন্য কাছে গিয়ে

থাকি যখন অনেক দূরে মন কাঁদে তোমার জন্য
কাছে গিয়ে বুঝতে পারি আমাতে তুমি নও ধন্য।
যতই তোমার যত্ন করি মনে হয় যেন কম
আমাতে তুমি তুষ্ট নও দিলে না তাই দাম।
দূরত্ব অনেকটাই তৈরি হয়েছে মাঝখানে এসেছে অর্থ
নাড়ীর রক্ত ফিকে হয়েছে সবই লাগছে আজ অনর্থ।
ঠাঁইনাড়া একটা গাছ ধুঁকছে ভীষণ কাঠফাটা রোদে
খাপ খাওয়াতে অক্ষম সে ঋতুর সঙ্গে বোধহয় শুকিয়ে যাবে কদিন বাদে।
জঞ্জালটা পরিস্কার করে ওইখানেতে নতুন চারা পুঁতো
সেই ঘুড়িটা মূল্যহীণ জেনো যার ছিঁড়ে গেছে সুতো।
সব মেঘে কি বৃষ্টি নামে?
নাকি সব বৃষ্টিতে ভেজে মাটি?
আমার অভিমান ভিড় জমায় বুকের বামে
জলীয় বাষ্পের মতো ঘুরপাক খায় তাতে তোমার কি... #মেঘেরঅভিমান 
#শ্রীমতীটুম্পা 
#মনখারাপি_কথা 
#yqdada 
#yqbestbengaliquotes
থাকি যখন অনেক দূরে মন কাঁদে তোমার জন্য
কাছে গিয়ে বুঝতে পারি আমাতে তুমি নও ধন্য।
যতই তোমার যত্ন করি মনে হয় যেন কম
আমাতে তুমি তুষ্ট নও দিলে না তাই দাম।
দূরত্ব অনেকটাই তৈরি হয়েছে মাঝখানে এসেছে অর্থ
নাড়ীর রক্ত ফিকে হয়েছে সবই লাগছে আজ অনর্থ।
ঠাঁইনাড়া একটা গাছ ধুঁকছে ভীষণ কাঠফাটা রোদে
খাপ খাওয়াতে অক্ষম সে ঋতুর সঙ্গে বোধহয় শুকিয়ে যাবে কদিন বাদে।
জঞ্জালটা পরিস্কার করে ওইখানেতে নতুন চারা পুঁতো
সেই ঘুড়িটা মূল্যহীণ জেনো যার ছিঁড়ে গেছে সুতো।
সব মেঘে কি বৃষ্টি নামে?
নাকি সব বৃষ্টিতে ভেজে মাটি?
আমার অভিমান ভিড় জমায় বুকের বামে
জলীয় বাষ্পের মতো ঘুরপাক খায় তাতে তোমার কি... #মেঘেরঅভিমান 
#শ্রীমতীটুম্পা 
#মনখারাপি_কথা 
#yqdada 
#yqbestbengaliquotes