Nojoto: Largest Storytelling Platform

নিষ্প্রাণ রাস্তা , অন্ধকারচ্ছন্ন শহর ল্যাম্পপোষ্টে

নিষ্প্রাণ রাস্তা , অন্ধকারচ্ছন্ন শহর ল্যাম্পপোষ্টের পরিহাস
খাদ্যতালিকা থেকে বাদ পরা কিছু জীবের আর্তনাদ
সহসা অন্ধকারের পর্দা ভেদ করে একটি ছবি চিত্রায়ন করল
যেখানে বাস্তবের আলো ঢুকতে ভয় পায় , হাজারে হাজারে মৃত্যু
যেখানে মাটি স্পর্শ করেনি , রক্তাক্ত দড়িতে ঝুলছে
আরেকদিকে বাধাঁ কপিকলে দানবিক মেশিন ঘুরছে
উপরে কিছু শকুন উড়ছে , নেমে আসছে তাজা রক্তের অপেক্ষায় , ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম চোখ ঘোলাটে
পা না টাল খেলেও বাস্তব টাল খাচ্ছে , সামলে শকুনের দিকে লক্ষ্য করতেই দেখলাম একটা কালো শ্যুট পোড়া মাথা নিয়ে নেমে আসছে একটা মানুষ , সপাটে আঘাত করল নীচে শুয়ে থাকা ভিখারীর মাথায় , হিংস্র চোখ প্রতিফলিত হচ্ছে জিঘাংসা
কতকগুলা কুকুর রাস্তার নর্দমার অতল গহবরে ডুব দিয়েছে
কালো পিচের রাস্তা আবছা হয়েছে , মিলিয়ে গেছে 
দেহের বিনিময় রুটি রুজি আর চরিত্র বিনিময় রোজ কি রুজি 
দুয়ের টানাপোড়েনে দিব্যি আধুনিক সভ্যতার বিকাশের পারদ
চড়ছে , আশঙ্কার মেঘ ঘনায়নি । এদিকে পারদ বেশি গরম হলে তেজস্ক্রিয়তা , তার ভাব নিতে পারবো কি পারবোনা এই দ্বিধায়
পুনর্জীবিত হয়ে আবার ছবির উদ্দ্যেশ্যে পটভূমি খুঁজতে থাকলাম ।।

প্লট

- সায়ন

©Sayantan Roy #sroterprotikule
নিষ্প্রাণ রাস্তা , অন্ধকারচ্ছন্ন শহর ল্যাম্পপোষ্টের পরিহাস
খাদ্যতালিকা থেকে বাদ পরা কিছু জীবের আর্তনাদ
সহসা অন্ধকারের পর্দা ভেদ করে একটি ছবি চিত্রায়ন করল
যেখানে বাস্তবের আলো ঢুকতে ভয় পায় , হাজারে হাজারে মৃত্যু
যেখানে মাটি স্পর্শ করেনি , রক্তাক্ত দড়িতে ঝুলছে
আরেকদিকে বাধাঁ কপিকলে দানবিক মেশিন ঘুরছে
উপরে কিছু শকুন উড়ছে , নেমে আসছে তাজা রক্তের অপেক্ষায় , ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম চোখ ঘোলাটে
পা না টাল খেলেও বাস্তব টাল খাচ্ছে , সামলে শকুনের দিকে লক্ষ্য করতেই দেখলাম একটা কালো শ্যুট পোড়া মাথা নিয়ে নেমে আসছে একটা মানুষ , সপাটে আঘাত করল নীচে শুয়ে থাকা ভিখারীর মাথায় , হিংস্র চোখ প্রতিফলিত হচ্ছে জিঘাংসা
কতকগুলা কুকুর রাস্তার নর্দমার অতল গহবরে ডুব দিয়েছে
কালো পিচের রাস্তা আবছা হয়েছে , মিলিয়ে গেছে 
দেহের বিনিময় রুটি রুজি আর চরিত্র বিনিময় রোজ কি রুজি 
দুয়ের টানাপোড়েনে দিব্যি আধুনিক সভ্যতার বিকাশের পারদ
চড়ছে , আশঙ্কার মেঘ ঘনায়নি । এদিকে পারদ বেশি গরম হলে তেজস্ক্রিয়তা , তার ভাব নিতে পারবো কি পারবোনা এই দ্বিধায়
পুনর্জীবিত হয়ে আবার ছবির উদ্দ্যেশ্যে পটভূমি খুঁজতে থাকলাম ।।

প্লট

- সায়ন

©Sayantan Roy #sroterprotikule