Nojoto: Largest Storytelling Platform

মেঘে মেঘে ঘর্ষণ, গম্ভীর গর্জন, বিজলী চমকায়। যেন আ

মেঘে মেঘে ঘর্ষণ, গম্ভীর গর্জন, বিজলী চমকায়।
যেন আলোকিত বাজি, সশব্দে মোরে ধমকায়। 
সহসা তবু বলি, প্রেমময় মন্দিরে দিব তোমা ঠাঁই। 
ক্ষুধার্ত কাঙ্গাল আমি, প্রেম পূজারীর সেতুবন্ধন চাই।
 রবীন্দ্রনাথের কথায়,

মেঘের 'পরে মেঘ জমেছে,
আঁধার করে আসে,
আমায় কেন বসিয়ে রাখো
একা দ্বারের পাশে।

বন্ধুরা আজ তোমাদের শব্দ দিলাম- 'মেঘ'। তোমাদের শব্দের মায়াজালে এবার মেঘকে বুনে ফেলো। লিখে ফেলো ছোট্ট একটি কবিতা, গল্প অথবা টুকরো কথা আর আমাকে দেখাও তোমাদের ক্রিয়েটিভিটি  আমার এই পোস্টে #collab করে।
মেঘে মেঘে ঘর্ষণ, গম্ভীর গর্জন, বিজলী চমকায়।
যেন আলোকিত বাজি, সশব্দে মোরে ধমকায়। 
সহসা তবু বলি, প্রেমময় মন্দিরে দিব তোমা ঠাঁই। 
ক্ষুধার্ত কাঙ্গাল আমি, প্রেম পূজারীর সেতুবন্ধন চাই।
 রবীন্দ্রনাথের কথায়,

মেঘের 'পরে মেঘ জমেছে,
আঁধার করে আসে,
আমায় কেন বসিয়ে রাখো
একা দ্বারের পাশে।

বন্ধুরা আজ তোমাদের শব্দ দিলাম- 'মেঘ'। তোমাদের শব্দের মায়াজালে এবার মেঘকে বুনে ফেলো। লিখে ফেলো ছোট্ট একটি কবিতা, গল্প অথবা টুকরো কথা আর আমাকে দেখাও তোমাদের ক্রিয়েটিভিটি  আমার এই পোস্টে #collab করে।