Nojoto: Largest Storytelling Platform

-আজ এই রাস্তায় এলে যে? জানোই তো ও এই রাস্তাতেই ম


-আজ এই রাস্তায় এলে যে? জানোই তো ও এই রাস্তাতেই মর্নিং ওয়াক করে..
-জানি।তাও এলাম, আসলে আমি নিজেও বুঝতে পারি নি।
-তাহলে এখনো তুমি তোমার প্রথম প্রেম ভুলতে পারো নি?
-তা কেন, আমি ওর কথা মনেও আনি না।ওর মুখের দিকে তাকাই নি বহু বছর..
-তা হোক।আজ কিন্তু এক মুহূর্তের জন্যও তাকিও।
-না না অমন কথা বলো না,আমি পারবো না। বরং দূর থেকে ওর অবয়বের প্রতিচ্ছবি খালের জলে দেখে নেবো।
-বুঝেছি।
-কি বুঝলে?
-তোমার প্রথম প্রেম এখনো বেঁচে আছে তোমার মনের গহীনে। #দাদার_কথোপকথন৩ 
#বাংলা 
#challenge 
#yqdada 
#yqbestbengaliquotes 
#শ্রীমতীটুম্পা

-আজ এই রাস্তায় এলে যে? জানোই তো ও এই রাস্তাতেই মর্নিং ওয়াক করে..
-জানি।তাও এলাম, আসলে আমি নিজেও বুঝতে পারি নি।
-তাহলে এখনো তুমি তোমার প্রথম প্রেম ভুলতে পারো নি?
-তা কেন, আমি ওর কথা মনেও আনি না।ওর মুখের দিকে তাকাই নি বহু বছর..
-তা হোক।আজ কিন্তু এক মুহূর্তের জন্যও তাকিও।
-না না অমন কথা বলো না,আমি পারবো না। বরং দূর থেকে ওর অবয়বের প্রতিচ্ছবি খালের জলে দেখে নেবো।
-বুঝেছি।
-কি বুঝলে?
-তোমার প্রথম প্রেম এখনো বেঁচে আছে তোমার মনের গহীনে। #দাদার_কথোপকথন৩ 
#বাংলা 
#challenge 
#yqdada 
#yqbestbengaliquotes 
#শ্রীমতীটুম্পা