আমাদের মাঝে হাজার মাইলের ব্যবধান, ঠোঁটের কোণে স্তূপীকৃত কতশত না বলা কথা,আবদার,অভিমান; সমস্ত অধিকার যা ছিল দুজনের মাঝে, আনুষ্ঠানিক ভাবে তারা বিলিন হোক রজনীগন্ধার সুবাসে। ফেরার পথে আকাশ এনো,আমার অন্তিম উপহার ভেবে; অসময়ে বিচ্ছেদের বৃষ্টিতে মুছে দেবো- সমস্ত স্মৃতি! আমাদের এক হতে না পারা গল্পের। #ফেরারপথেআকাশএনো #yqdada #collab #poem #bestyqbengaliquotes #yqdada #yqdidi #yqbaba