আমি দেখেছি সাগর উথাল হয়ে ভেঙেছে প্রেমের পুঁথি । আমি দেখেছি সেই প্রবল ধারায় কাঁদছে অনুভূতি । আমি দেখেছি কত ভাঙতে বাসা গল্প ছিল তলে । আমি দেখেছি তলিয়ে যেতে মানুষ তারিই অশ্রুজলে । আমি দেখেছি ছোট্ট কিশোরীটিকে খেলতে খেলনা বাটি । আমি দেখেছি সেই উচ্ছ্বাসকে হয়ে যেতে মাটি । আমি দেখেছি হতে নষ্ট সমাজ মানুষ তবুও শান্ত । আমি দেখেছি শত ঈশ্বরকে পড়তে হয়ে ক্লান্ত । #alone #weak #god #girl #isee #story #society #SAD #revolution itz mahi pooja yadav milli Ajay maurya(#आश्वस्त🇮🇳) MONIKA SINGH