Nojoto: Largest Storytelling Platform

গিটারের ছেড়া তারে, রাত যখন একলা আকাশে মাখা, চিবুক

গিটারের ছেড়া তারে, রাত যখন একলা আকাশে মাখা,
চিবুক টাকে ভিজতে দিয়ে, তখনও তোমার আসার খবরে মন রাখা।  ফিরে এলাম আবার সঙ্গে নিয়ে #collab পর্ব। এবার কোলাব করতে হবে দুই লাইনে। আমার উপরোক্ত লাইনে আমি গিটারের উল্লেখ করেছি, এরপর তোমাদেরও লিখে ফেলতে হবে এমন দুটি লাইন যেখানে যে কোনো বাদ্যযন্ত্রের নাম উল্লেখ থাকবে । তা সে হতে পারে গিটার, পিয়ানো, হারমোনিয়াম অথবা তোমার মনের মতো কোনো বাদ্যযন্ত্র। 

** শর্ত:- 1) Theme- প্রেম বা বিরহ নিয়ে লেখা। 
2) লাইন সংখ্যা- দুই হওয়া আবশ্যক, তার বেশি allowed নেই। 
3) তোমার সৃষ্ট লাইনে যেন কোনো বাদ্যযন্ত্রের নামের উল্লেখ থাকে। 
4) আমি তো প্রশ্ন করেছি, তবে তুমিও করতেই পারো প্রশ্ন অথবা জানাও তোমার উত্তর। 

   *** কোলাব শেষে বন্ধুদের আমন্ত্রণ করতে ভুলে গেলে চলবে না। কারন তাদের মতামত জেনে নিতে হবে যে, তাই তাদেরও করে ফেল আমন্ত্রণ।
গিটারের ছেড়া তারে, রাত যখন একলা আকাশে মাখা,
চিবুক টাকে ভিজতে দিয়ে, তখনও তোমার আসার খবরে মন রাখা।  ফিরে এলাম আবার সঙ্গে নিয়ে #collab পর্ব। এবার কোলাব করতে হবে দুই লাইনে। আমার উপরোক্ত লাইনে আমি গিটারের উল্লেখ করেছি, এরপর তোমাদেরও লিখে ফেলতে হবে এমন দুটি লাইন যেখানে যে কোনো বাদ্যযন্ত্রের নাম উল্লেখ থাকবে । তা সে হতে পারে গিটার, পিয়ানো, হারমোনিয়াম অথবা তোমার মনের মতো কোনো বাদ্যযন্ত্র। 

** শর্ত:- 1) Theme- প্রেম বা বিরহ নিয়ে লেখা। 
2) লাইন সংখ্যা- দুই হওয়া আবশ্যক, তার বেশি allowed নেই। 
3) তোমার সৃষ্ট লাইনে যেন কোনো বাদ্যযন্ত্রের নামের উল্লেখ থাকে। 
4) আমি তো প্রশ্ন করেছি, তবে তুমিও করতেই পারো প্রশ্ন অথবা জানাও তোমার উত্তর। 

   *** কোলাব শেষে বন্ধুদের আমন্ত্রণ করতে ভুলে গেলে চলবে না। কারন তাদের মতামত জেনে নিতে হবে যে, তাই তাদেরও করে ফেল আমন্ত্রণ।