Nojoto: Largest Storytelling Platform

White সফলতা তাকেই বলে বন্ধু, যে সফলতা তোমার না পূর

White সফলতা তাকেই বলে
বন্ধু, যে সফলতা তোমার
না পূর্ণতা হওয়া পর্যন্ত।
তোমাকে, বাস্তব স্বপ্ন কে ভুলতে
দেবে না।
সব সময় তোমার সাথে
মনের মাঝে ভালোবাসা
মানুষ টার মতন,
না দেবে ঘুমোতে।
না, দেবে কোথাও টাইম
পাস করতে।
শুধুই একটা, বাস্তব ছবিটা
শুধুই তোমার সফলতা কে চাই বে।
, সফল ঝড়, তুফান, বাধা, যন্ত্রনা, কষ্ট
সব ভুলিয়ে, তোমার লক্ষ কে
পূর্ণতা দিতে চাইবে।
স্বপ্ন ঐ টা।
করে দেখো সফলতা তোমার হবেই হবে

©Dibyendu Kabi
  #safar Motivation with success life R ekta মন্ত্র।
dibyendukabi7109

Dibyendu Kabi

New Creator
streak icon28

#safar Motivation with success life R ekta মন্ত্র। #Motivational

108 Views