White জীবনের চার ঋতু কুঁড়ি যখন ফুটতে শেখে, রোদ মাখানো শিশির দেখে, হাসির গন্ধ, রঙিন সকাল, শৈশব কেবল স্বপ্নের দালান। নদীর বুকে ঢেউয়ের নাচন, চঞ্চল যৌবন বাঁধ ভাঙা কান্না, উথাল-পাথাল স্রোতের গল্পে, আকাশ ছোঁয়ার চাওয়া জমা। পাহাড় গড়ে গর্বের চূড়া, শ্রমে ঘাম আর ইচ্ছে পুরা, ধৈর্য ধরে বুকের মাঝে, সংসার নামে এক জীবন সাজে। শেষ বিকেলে আকাশ মেশে, আলোর শেষে সন্ধ্যা আসে, শুধুই স্মৃতি, নিঃসঙ্গতা, তারার কোলে স্বপ্ন ভাসে। ©Abhinabo #sad_shayari