Nojoto: Largest Storytelling Platform

Revenge কলেজের 'ওয়ান অফ মাই ক্রাশ' মধুশ্রী'র সাথে

Revenge কলেজের 'ওয়ান অফ মাই ক্রাশ' মধুশ্রী'র সাথে দেখা হয়ে গেল রাস্তায় হঠাৎ করে। দাঁত বের করে বললাম, 'কেমন আছো...' মুখে একটা অপমানজনক হাসির ঢেউ খেলিয়ে জবাব দিলো, 'ভালো। আপনি...' আমি সে কথার জবাব না দিয়ে বললাম, 'তুমি আমাকে আপনি না বলে তুমি করে বললে কি আমরা প্রেমিক প্রেমিকা হয়ে যাবো?' জবাব এলো, 'আমি তো তুমি করে বলতেই চাই, কিন্তু আপনার জন্যেই তো পারিনা।'
হৃদয় দুলে উঠলো। 'মানে! কি বলতে চাও তুমি...'
সে কলকল করে চললো, 'ডেট অফ বার্থ অনুযায়ী আপনি আমার থেকে দু মাসের ছোট। তাই আপনি যদি আমাকে দিদি বলে সম্মান দেখান তাহলে আমার তুমি করে বলতে কোনও অসুবিধা নেই।'

মধুশ্রীর কথা শুনে মানসিকভাবে আঘাত পেলাম।মেয়েটা এভাবে আমাকে বটম লেভেলে ফেলে দেবে ভাবতে পারিনি। থ হয়ে দাঁড়িয়ে আছি। বলার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছিনা। কষ্ট করে মাথাটা ঠান্ডা করে কোমল স্বরে মধুশ্রীকে বললাম 'চলুন মধু'দি রেস্টুরেন্টে যাই, আপনাকে খাওয়াতে ইচ্ছে হচ্ছে খুব।" খাওয়ার ব্যাপারে সে ধানাই পানাই করলো না। হয় সে পেটুক নয় আমার পকেট দুরমুশ করার ইচ্ছেয় রাজি হলো। মুখে একটা ক্ষণস্থায়ী হাসি দেখিয়ে বললো, 'চলো, তোমার যখন ইচ্ছে, আমার কোনও অসুবিধা নেই।' খাওয়া দাওয়ার ফাঁকে টুকটাক কথা চলছে। আমি মধুশ্রী'কে বারবার 'দিদি, আপনি' বলে সম্মান দেখাচ্ছি। খাওয়া শেষে আমি মধুশ্রী'কে বললাম "মধু'দি বিলটা আমি দেবো না আপনি দেবেন? মধুশ্রী কিছু একটা বলতে যাচ্ছিল  তার আগেই আমি আবার বললাম "সরি মধু'দি, আপনিই দিন। ছোট হয়ে বেয়াদবি করে ফেললাম।'
(বাকিটা আর নাইবা বললাম...) #প্রেম
Revenge কলেজের 'ওয়ান অফ মাই ক্রাশ' মধুশ্রী'র সাথে দেখা হয়ে গেল রাস্তায় হঠাৎ করে। দাঁত বের করে বললাম, 'কেমন আছো...' মুখে একটা অপমানজনক হাসির ঢেউ খেলিয়ে জবাব দিলো, 'ভালো। আপনি...' আমি সে কথার জবাব না দিয়ে বললাম, 'তুমি আমাকে আপনি না বলে তুমি করে বললে কি আমরা প্রেমিক প্রেমিকা হয়ে যাবো?' জবাব এলো, 'আমি তো তুমি করে বলতেই চাই, কিন্তু আপনার জন্যেই তো পারিনা।'
হৃদয় দুলে উঠলো। 'মানে! কি বলতে চাও তুমি...'
সে কলকল করে চললো, 'ডেট অফ বার্থ অনুযায়ী আপনি আমার থেকে দু মাসের ছোট। তাই আপনি যদি আমাকে দিদি বলে সম্মান দেখান তাহলে আমার তুমি করে বলতে কোনও অসুবিধা নেই।'

মধুশ্রীর কথা শুনে মানসিকভাবে আঘাত পেলাম।মেয়েটা এভাবে আমাকে বটম লেভেলে ফেলে দেবে ভাবতে পারিনি। থ হয়ে দাঁড়িয়ে আছি। বলার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছিনা। কষ্ট করে মাথাটা ঠান্ডা করে কোমল স্বরে মধুশ্রীকে বললাম 'চলুন মধু'দি রেস্টুরেন্টে যাই, আপনাকে খাওয়াতে ইচ্ছে হচ্ছে খুব।" খাওয়ার ব্যাপারে সে ধানাই পানাই করলো না। হয় সে পেটুক নয় আমার পকেট দুরমুশ করার ইচ্ছেয় রাজি হলো। মুখে একটা ক্ষণস্থায়ী হাসি দেখিয়ে বললো, 'চলো, তোমার যখন ইচ্ছে, আমার কোনও অসুবিধা নেই।' খাওয়া দাওয়ার ফাঁকে টুকটাক কথা চলছে। আমি মধুশ্রী'কে বারবার 'দিদি, আপনি' বলে সম্মান দেখাচ্ছি। খাওয়া শেষে আমি মধুশ্রী'কে বললাম "মধু'দি বিলটা আমি দেবো না আপনি দেবেন? মধুশ্রী কিছু একটা বলতে যাচ্ছিল  তার আগেই আমি আবার বললাম "সরি মধু'দি, আপনিই দিন। ছোট হয়ে বেয়াদবি করে ফেললাম।'
(বাকিটা আর নাইবা বললাম...) #প্রেম