Nojoto: Largest Storytelling Platform

আমাদের স্বপ্ন গুলো আজ কেমন যেন— বাক্স বন্দী হয়ে রয়

আমাদের স্বপ্ন গুলো আজ কেমন যেন—
বাক্স বন্দী হয়ে রয়ে গেছে ,
বলেছিলে তোমরাই,
গড়বে নাকি জঞ্জালহীন পৃথিবী ?
ঘিরেছিল দিস্তা দিস্তা শ্লোক !
গড়েছো ?

এক আকাশ ঘিরে নীলের কথা ছিলো ,
এক পৃথিবী জুড়ে আলোর কথা ছিলো ,
দিয়েছো ?

তবে, আমরাই এবার হাতে হাত রেখে আনবো আলো ,
 বাক্স বন্দী স্বপ্ন গুলো ঝেড়ে ঝেড়ে দেখবো ,
ধার করবো ভালোবাসা নক্ষত্র থেকে ,
তুমি শুধু সাক্ষী থেকো ... #আমাদেরস্বপ্ন #yqdada
#collob #yqbangla #yqbaba 
#অনুভূতি_দের_শুভ
আমাদের স্বপ্ন গুলো আজ কেমন যেন—
বাক্স বন্দী হয়ে রয়ে গেছে ,
বলেছিলে তোমরাই,
গড়বে নাকি জঞ্জালহীন পৃথিবী ?
ঘিরেছিল দিস্তা দিস্তা শ্লোক !
গড়েছো ?

এক আকাশ ঘিরে নীলের কথা ছিলো ,
এক পৃথিবী জুড়ে আলোর কথা ছিলো ,
দিয়েছো ?

তবে, আমরাই এবার হাতে হাত রেখে আনবো আলো ,
 বাক্স বন্দী স্বপ্ন গুলো ঝেড়ে ঝেড়ে দেখবো ,
ধার করবো ভালোবাসা নক্ষত্র থেকে ,
তুমি শুধু সাক্ষী থেকো ... #আমাদেরস্বপ্ন #yqdada
#collob #yqbangla #yqbaba 
#অনুভূতি_দের_শুভ
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator