Nojoto: Largest Storytelling Platform

সকালের ঝলমলে রোদ দেখে ডাবায় ভেজানো দুদিনের ভাপানো

সকালের ঝলমলে রোদ দেখে ডাবায় ভেজানো দুদিনের ভাপানো ধান কুঁটির জ্বালে সেদ্ধ করলো ঝিমলির মা।গোলা দেওয়া উঠোনে সারাদিন নাড়াচাড়া করে শুকোবে। ঝিমলির বাপ সেই ধান ভেনে আনে মেশিনে।কুঁড়ো আর খুদটুকু ছাড়া সবই চলে যায় বাবুদের ঘরে।ওরা চালকে করে কিন্তু চাল খেতে পায়না।গরম খুদ সেদ্ধ কাঁচা লঙ্কা ডলে খেয়ে ঝিমলি ইস্কুলে যায়।প্রায় রোজই দেরি হওয়ার জন্য একাই হেঁটে যেতে হয় তাকে।সাঁকোয় বসে থাকা ছেলেগুলো খারাপ নজরে তাকায়, টিটকারী দেয়।দূবছরের খাটো ড্রেস।হাঁটু ঢাকতে ঢাকতে সে হনহনিয়ে চলে যায়।
শরতের আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। শুরু হলো আশ্বিনের ঝঞ্ঝা।রাস্তা শুনশান।ঝড়ের জেরে ঝিমলির গলা শুনতে পেলো না কেউ। ওদিকে আধ শুকনো ধান ভিজে গেলো। গোবরের গোলা ধুয়ে গেলো এক ঘণ্টার জলে। মাথার বিনুনি বই সব ভিজে জাব।টলতে টলতে বাড়ি ফিরে এলো ঝিমলি। #ঝড়
#Collab
#Challenge
#yqdada  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
সকালের ঝলমলে রোদ দেখে ডাবায় ভেজানো দুদিনের ভাপানো ধান কুঁটির জ্বালে সেদ্ধ করলো ঝিমলির মা।গোলা দেওয়া উঠোনে সারাদিন নাড়াচাড়া করে শুকোবে। ঝিমলির বাপ সেই ধান ভেনে আনে মেশিনে।কুঁড়ো আর খুদটুকু ছাড়া সবই চলে যায় বাবুদের ঘরে।ওরা চালকে করে কিন্তু চাল খেতে পায়না।গরম খুদ সেদ্ধ কাঁচা লঙ্কা ডলে খেয়ে ঝিমলি ইস্কুলে যায়।প্রায় রোজই দেরি হওয়ার জন্য একাই হেঁটে যেতে হয় তাকে।সাঁকোয় বসে থাকা ছেলেগুলো খারাপ নজরে তাকায়, টিটকারী দেয়।দূবছরের খাটো ড্রেস।হাঁটু ঢাকতে ঢাকতে সে হনহনিয়ে চলে যায়।
শরতের আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। শুরু হলো আশ্বিনের ঝঞ্ঝা।রাস্তা শুনশান।ঝড়ের জেরে ঝিমলির গলা শুনতে পেলো না কেউ। ওদিকে আধ শুকনো ধান ভিজে গেলো। গোবরের গোলা ধুয়ে গেলো এক ঘণ্টার জলে। মাথার বিনুনি বই সব ভিজে জাব।টলতে টলতে বাড়ি ফিরে এলো ঝিমলি। #ঝড়
#Collab
#Challenge
#yqdada  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada

#ঝড় #Collab #Challenge #yqdada #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada