প্রশস্ত বা সংকীর্ণতায়-হাজার বাধাঁয় সাজানো জীবনের রাস্তা, কখনো মস্তিক-কখনো হৃদয়ের ভারী হবে'ই পাল্লা। মস্তিকের সাথে হৃদয়ের মিলিয়ে দিয়ে গতিধারা, বৈচিত্রতায় পূর্ণ জীবনে না হয় যদি সমান তাদের দাঁড়িপাল্লা; স্বল্প যেতেই যাবে থমকে জীবনের পথযাত্রা; ...পারমিতা #piccontest25 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest25