Nojoto: Largest Storytelling Platform

না বুঝে করেছি যত জেনেবুঝে করেছি ততোধিক; এখন জ্বলছি

না বুঝে করেছি যত
জেনেবুঝে করেছি ততোধিক;
এখন জ্বলছি আমি অবিরত
নিজেকেই নিজে ধিক।
সাধু গুরু বৈষ্ণবের কানাঘুষোয়
হচ্ছে মনে অনুতাপ;
শুদ্ধ মুক্ত চাই যে হতে
কোথায় ধোবো এতো পাপ!
বলছে ওরা জনে জনে
কলির জীবের নামই গতি;
চঞ্চল মন থাকে না বশে
দাও গো আমায় চরণে মতি।
রত্নাকরের শিক্ষা আমি
নিতে চাই এই অধম জীবনে;
যতগুলো ধান ফলিয়েছি জমিতে
একটাও রাখতে চাই না নিজের জন্যে।
হাঁটবো না আর সেই পুরোনো পথ
সমর্পিত বাকি জীবন;
পড়ে থাক এই দেহরথ
রথী তুমি দাও দর্শন।
  #কৃষ্ণপ্রেম 
#শরণাগতি 
#yqdada
না বুঝে করেছি যত
জেনেবুঝে করেছি ততোধিক;
এখন জ্বলছি আমি অবিরত
নিজেকেই নিজে ধিক।
সাধু গুরু বৈষ্ণবের কানাঘুষোয়
হচ্ছে মনে অনুতাপ;
শুদ্ধ মুক্ত চাই যে হতে
কোথায় ধোবো এতো পাপ!
বলছে ওরা জনে জনে
কলির জীবের নামই গতি;
চঞ্চল মন থাকে না বশে
দাও গো আমায় চরণে মতি।
রত্নাকরের শিক্ষা আমি
নিতে চাই এই অধম জীবনে;
যতগুলো ধান ফলিয়েছি জমিতে
একটাও রাখতে চাই না নিজের জন্যে।
হাঁটবো না আর সেই পুরোনো পথ
সমর্পিত বাকি জীবন;
পড়ে থাক এই দেহরথ
রথী তুমি দাও দর্শন।
  #কৃষ্ণপ্রেম 
#শরণাগতি 
#yqdada

#কৃষ্ণপ্রেম #শরণাগতি #yqdada