Nojoto: Largest Storytelling Platform

তুমি মুক্ত বিহঙ্গ উদ্যম তোমার গতি কুর্নিশ জানাই তো

তুমি মুক্ত বিহঙ্গ উদ্যম তোমার গতি
কুর্নিশ জানাই তোমার সমাজ ভাবনার প্রতি ‌।
তোমার ডানায় শক্তি অনেক, তারচেয়েও বেশি সাহস
জমাট বাঁধা রক্ত ভেঙে ফেরাতে উদ্যোগি হুঁশ।
পোষমানা ময়না তোতা, শেখানো বুলি আওড়াতে থাকে
সত্যাসত্য করেনা বিচার,
তুমি বাতাসের কালিমা ছিন্ন করে, বাস্তবতার আবির ছড়াও
এক মুঠো চেতনা উপহার।
ওগো তরুণ ঊষা, রাঙিয়ে দাও আমার হৃদয়
সূর্যমুখী চেয়েছিলাম একটা, কিন্তু ওরা কথা রাখেনি
মিথ্যা প্রতিশ্রুতিতে সম্মতিপত্র করেছে আদায়।
উড়নচণ্ডীর মতোই আমি বেপরোয়া হতে চাই আজ
আমার বইঘরে স্টুডিও পাড়ার সাজ।
মেনে নিয়েছি সেটাও। কিন্তু বিনা পরাশ্রমের মজুরি?
আমার বাহুতে শক্তি অনেক, দিনরাত খাটতে পারি আমি হাড়ভাঙা খাটুনি।
একুশের মুখে লেপছে কালি ‍, ভবিষ্যতের ইতিহাস করছে কলঙ্কিত ‌
তোমার যাত্রাপথ হোক সুগম, আমিও সঙ্গী হবো
আর,হবোনা ভয়ভীত। Dedicating a #testimonial to উড়নচণ্ডী 
#তোমায়দিলামআজ 
#সূর্যমুখীচেয়েছিলযারা 
#আজেবাজে_লেখা 
#শ্রীমতীটুম্পা
তুমি মুক্ত বিহঙ্গ উদ্যম তোমার গতি
কুর্নিশ জানাই তোমার সমাজ ভাবনার প্রতি ‌।
তোমার ডানায় শক্তি অনেক, তারচেয়েও বেশি সাহস
জমাট বাঁধা রক্ত ভেঙে ফেরাতে উদ্যোগি হুঁশ।
পোষমানা ময়না তোতা, শেখানো বুলি আওড়াতে থাকে
সত্যাসত্য করেনা বিচার,
তুমি বাতাসের কালিমা ছিন্ন করে, বাস্তবতার আবির ছড়াও
এক মুঠো চেতনা উপহার।
ওগো তরুণ ঊষা, রাঙিয়ে দাও আমার হৃদয়
সূর্যমুখী চেয়েছিলাম একটা, কিন্তু ওরা কথা রাখেনি
মিথ্যা প্রতিশ্রুতিতে সম্মতিপত্র করেছে আদায়।
উড়নচণ্ডীর মতোই আমি বেপরোয়া হতে চাই আজ
আমার বইঘরে স্টুডিও পাড়ার সাজ।
মেনে নিয়েছি সেটাও। কিন্তু বিনা পরাশ্রমের মজুরি?
আমার বাহুতে শক্তি অনেক, দিনরাত খাটতে পারি আমি হাড়ভাঙা খাটুনি।
একুশের মুখে লেপছে কালি ‍, ভবিষ্যতের ইতিহাস করছে কলঙ্কিত ‌
তোমার যাত্রাপথ হোক সুগম, আমিও সঙ্গী হবো
আর,হবোনা ভয়ভীত। Dedicating a #testimonial to উড়নচণ্ডী 
#তোমায়দিলামআজ 
#সূর্যমুখীচেয়েছিলযারা 
#আজেবাজে_লেখা 
#শ্রীমতীটুম্পা