আমরা আরো একটা নতুন ইভেন্ট নিয়ে হাজির আপনাদের সামনে। আমাদের গ্রুপে আমরা একটি নতুন এলবাম করেছি তার নাম দেওয়া হয়েছে " রং তুলির টানে নতুন ছন্দ " একদম ঠিক ধরেছেন এবার ইভেন্ট আঁকা নিয়ে।সকলের জন্য রইলো দ্বার খোলা। শুধু আপনাকে আঁকতে হবে।যেমন পারেন তেমনই আঁকবেন।নিজের মনের ইচ্ছা মতো আঁকুন আর নানা রঙের ছটায় ভরিয়ে তুলুন। নিয়মাবলী ১- সমস্ত বয়েসের মানুষ এতে অংশ গ্রহন করতে পারেন। ২-আঁকার সাথে নিজের নাম দেবেন। ৩- ছোটদের আঁকা তাদের পরিবারের কোনো সদস্য দিতে পারেন।তার নাম বয়েস বা শ্রেণী সঙ্গে লিখে দিতে হবে। ৪- আঁকা গুলো ইনবক্স এ পাঠাবেন।আমাদের যারা এডমিন ও মডারেট আছে তাদের ইনবক্স এ। ৫- আঁকা যখন ইনবক্স এ দেবেন তখন লিখে দেবেন এলবাম " রং তুলির টানে নতুন ছন্দ" এই বিষয় কাউর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপের এডমিন বা মডারেট এর সাথে কথা বলুন।উনি আপনাকে সাহায্য করবেন। সকলের জন্য রইলো অনেক শুভেচ্ছা। তাই আর চিন্তা না করে রং তুলি নিয়ে বসে পড়ুন। আর এঁকে ফেলুন নিজের পছন্দ সহিত আঁকা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।💐💐💐🙏💞💞💞🌹🌹