পড়ন্ত বিকেল , নেড়া পাতাবাহারি গাছ , আমি আলতো পাচ্ছি ছাতিমফুলের আঁচ । ঢুলু চোখে সূর্য তাকায় আলেয়ার দিকে , আমার ইচ্ছের ওজন হয়ে যায় ফিকে । ছাতিম আমায় নেশা করায় গোধূলির মদে , একটা মরণ ভাসে জীবনের হ্রদে । পাষাণ হতে দাও আমায় , একটু করে , জীবনের পাথর জমে এই পাঁজরে । আঁচলে বেঁধে নিয়ে আঁজলা ছাতিম ভরা , ব্যথার জন্য একেক দাগ ব্যবহার করা ; এ আমার টুকরো হওয়ার আগের কথা , এ আমার ছাই হওয়ার আগের কথা , তোমাদের সাথে রোজ ছাদের হাওয়ায় , চেনাজানা হবে ঠিক ছাতিম হাওয়ায় । একটু চোখ বুজে আচ্ছন্ন হয়ে থাকি , মায়ার পৃথিবী ... ধুস যেখানে যা বাকি ! ©Ayan #chhatim #Relationship