Nojoto: Largest Storytelling Platform

*সম্পর্ক* সম্পর্ক বেড়ে চলে জীবনের তালিকায়, কিছু স

*সম্পর্ক*

সম্পর্ক বেড়ে চলে জীবনের তালিকায়,
কিছু সম্পর্ক ভেঙে যায়, অন্যের ভালোবাসায়।
কিছু ভুল বোঝাবুঝি, নিরর্থক রাগ ঘৃণা,
স্বার্থ চেনে মানুষ, সম্পর্ক বোঝেনা।
সম্পর্ক বেঁচে আজও, যেখানে শুধু টাকা,
যদি আমায় দিতে থাকো, তবে আবার হবে দেখা।
কেন কাঁদছো তুমি, বুকে জমিয়ে রেখে কথা,
তুমি তো আমার কেউ নও, এমনটি বলেছে বিধাতা।
কোন্ বিধাতাকে শুনবো আমি, সেটা তুমি শিখিও না,
সত্যি বলতে আমি তোমায়,সুখি দেখতে চাইনা।
ভালো তুমি বাসছো কাকে! আমিতো ভালোবাসাই বুঝিনা,
আমার চোখে শুধু বেঁচে আছে, বিধাতা বিবেচিত একরাশ ঘৃণা।
আচ্ছা, বিশ্বাস-ভরসা তাকে কি করা যায়?
যে কিনা, দিয়েছে জন্ম এ ভুবনে আমায়!
বেড়ে চলে বয়স মোর, তবু বুদ্ধি পদ তলে,
আচ্ছা, আমি কি বড় হয়েছি বাবা-মা -র আদলে?
হয়তো হয়নি বড়ো, তাই তো করি তাদেরও ঘৃণা,
হ্যাঁ, আমি চিৎকার করে বলতে পারি, আমি সম্পর্ক বুঝি না। #Poetry~#সম্পর্ক~
*সম্পর্ক*

সম্পর্ক বেড়ে চলে জীবনের তালিকায়,
কিছু সম্পর্ক ভেঙে যায়, অন্যের ভালোবাসায়।
কিছু ভুল বোঝাবুঝি, নিরর্থক রাগ ঘৃণা,
স্বার্থ চেনে মানুষ, সম্পর্ক বোঝেনা।
সম্পর্ক বেঁচে আজও, যেখানে শুধু টাকা,
যদি আমায় দিতে থাকো, তবে আবার হবে দেখা।
কেন কাঁদছো তুমি, বুকে জমিয়ে রেখে কথা,
তুমি তো আমার কেউ নও, এমনটি বলেছে বিধাতা।
কোন্ বিধাতাকে শুনবো আমি, সেটা তুমি শিখিও না,
সত্যি বলতে আমি তোমায়,সুখি দেখতে চাইনা।
ভালো তুমি বাসছো কাকে! আমিতো ভালোবাসাই বুঝিনা,
আমার চোখে শুধু বেঁচে আছে, বিধাতা বিবেচিত একরাশ ঘৃণা।
আচ্ছা, বিশ্বাস-ভরসা তাকে কি করা যায়?
যে কিনা, দিয়েছে জন্ম এ ভুবনে আমায়!
বেড়ে চলে বয়স মোর, তবু বুদ্ধি পদ তলে,
আচ্ছা, আমি কি বড় হয়েছি বাবা-মা -র আদলে?
হয়তো হয়নি বড়ো, তাই তো করি তাদেরও ঘৃণা,
হ্যাঁ, আমি চিৎকার করে বলতে পারি, আমি সম্পর্ক বুঝি না। #Poetry~#সম্পর্ক~