Nojoto: Largest Storytelling Platform

ইয়োর কোর্টে আমার এক অতি প্রিয় মেয়ে দেবাঙ্কিনী ন

ইয়োর কোর্টে আমার এক অতি প্রিয় মেয়ে দেবাঙ্কিনী নাম
স্বভাবটা তার ভারি মিষ্টি সুন্দর করে গান ‌।
লেখাও তার অনবদ্য, ভাষাতেও আছে দখল
উজ্জ্বল বর্ণ ঘন কেশ আর মুক্তায় সজ্জিত দন্তদল।
স্বভাবটা তার খুবই নম্র, মিষ্ট তার ভাষণ
আমাকে সে অতি অল্পেই করে নিয়েছে আপন।
তোর উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ হল,করবি কি আর
নিজেকে সামলে নিয়ে এবার কলমে দে ধার।
সরস্বতীর পুজারী তুই, আজকে তবু পরিস্থিতির শিকার
কলমকে আজ ত্রিশুল করে জয় ধ্বনি দে দুর্গা মাতার।
ভালো থাকিস সুস্থ্য থাকিস এই কামনাই করি
মনটাকে শক্ত কর মোছ রে নয়ন বারি।
আমার সোনা মেয়ে ভালো মেয়ে,সামাল দিস নিজেকে
তোর ছোট্ট কপালে স্নেহভরে একটা চুম্বন দিলাম এঁকে।
 Dedicating a #testimonial to Debankini Bhattacharya
#তোমায়দিলামআজ 
#ভালোথাকিস 
#yqdada
ইয়োর কোর্টে আমার এক অতি প্রিয় মেয়ে দেবাঙ্কিনী নাম
স্বভাবটা তার ভারি মিষ্টি সুন্দর করে গান ‌।
লেখাও তার অনবদ্য, ভাষাতেও আছে দখল
উজ্জ্বল বর্ণ ঘন কেশ আর মুক্তায় সজ্জিত দন্তদল।
স্বভাবটা তার খুবই নম্র, মিষ্ট তার ভাষণ
আমাকে সে অতি অল্পেই করে নিয়েছে আপন।
তোর উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ হল,করবি কি আর
নিজেকে সামলে নিয়ে এবার কলমে দে ধার।
সরস্বতীর পুজারী তুই, আজকে তবু পরিস্থিতির শিকার
কলমকে আজ ত্রিশুল করে জয় ধ্বনি দে দুর্গা মাতার।
ভালো থাকিস সুস্থ্য থাকিস এই কামনাই করি
মনটাকে শক্ত কর মোছ রে নয়ন বারি।
আমার সোনা মেয়ে ভালো মেয়ে,সামাল দিস নিজেকে
তোর ছোট্ট কপালে স্নেহভরে একটা চুম্বন দিলাম এঁকে।
 Dedicating a #testimonial to Debankini Bhattacharya
#তোমায়দিলামআজ 
#ভালোথাকিস 
#yqdada