Nojoto: Largest Storytelling Platform

কোনো শত্রুতা নেই, খাঁচা আর পাখি'তে পাখি যখন চিরত

কোনো শত্রুতা নেই, খাঁচা আর পাখি'তে 

পাখি যখন চিরতরে পরিত্যাগ করতে চায় খাঁচা,
নিশ্চুপে তাকিয়ে থাকে,

জানে, সে উড়ে গেলে, আঁখিও বুজে যাবে
রূপান্তরিত হবে স্থাণুবৎ-এ।

এ'ও জানে, পাখি-শূন্য খাঁচা পড়বে মাটি চাপা,
নতুবা, আগুনে পুড়ে হবে ছাই।
তবু বলে না, পাখি তুমি' থেকে যাও। #থেকে_যাও 
#tinku_ranjan_mitra 
.
.
.
কোনো শত্রুতা নেই, খাঁচা আর পাখি'তে 

পাখি যখন চিরতরে পরিত্যাগ করতে চায় খাঁচা,
কোনো শত্রুতা নেই, খাঁচা আর পাখি'তে 

পাখি যখন চিরতরে পরিত্যাগ করতে চায় খাঁচা,
নিশ্চুপে তাকিয়ে থাকে,

জানে, সে উড়ে গেলে, আঁখিও বুজে যাবে
রূপান্তরিত হবে স্থাণুবৎ-এ।

এ'ও জানে, পাখি-শূন্য খাঁচা পড়বে মাটি চাপা,
নতুবা, আগুনে পুড়ে হবে ছাই।
তবু বলে না, পাখি তুমি' থেকে যাও। #থেকে_যাও 
#tinku_ranjan_mitra 
.
.
.
কোনো শত্রুতা নেই, খাঁচা আর পাখি'তে 

পাখি যখন চিরতরে পরিত্যাগ করতে চায় খাঁচা,