Nojoto: Largest Storytelling Platform

#কোনো এক আলোকবর্ষ আগে তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এ

#কোনো এক আলোকবর্ষ আগে

তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোকবর্ষ আগে...
যখন কালো অন্ধকার , আমার পায়ের শিকল হয়েছিল, আমি ছায়া পথ জুড়ে শুধু খুঁজে গেছি তোর নাম....
একটু একটু করে আমার শরীরের শেষ রক্ত বিন্দু যখন শুকিয়ে গেছে...
তবুও বাষ্পীভূত হয়ে উবে গেছে জমাট বাধা কান্না...
যেদিন শেষ দেখা হলো তোর সাথে, 
আমার সমস্ত স্নায়ু গুলো আমাকে উত্তেজিত করছিল, 
শুধু একবার তোকে আঁকরে ধরার জন্য....
শেষ বিকেলের পড়ন্ত রোদ যখন পড়ছিল তোর মুখে চোখে, আমি আরও বেশী হারিয়ে যাচ্ছিলাম তোর প্রেমের গভীরে....
তোকে পেতে চাইছিলাম একান্ত আপন করে...
কিন্তু তারপর যখন,
তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোক বর্ষ আগে...
আমি বার বার  হেরে গেছি,
পারিনি সব টা মুছে ফেলতে., 
শুধু হাত বাড়িয়ে প্রতীক্ষা করে গেছি কবে আবার আসবে সেই সোনালী বিকেল বেলা..
আমি তোকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ব একবার ,
শুধু একবার অবাধ্য হবো, সব বাধা ভুলে...
সে সময় যে আর এলো না....
শুধু বুকের মাঝে , চাপা কান্না রা বসত বাড়ি বানালো অনেক বছর ধরে...
আবার যখন ,
তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোকবর্ষ আগে...
পারিনি সেই অন্তিম কাল ধরে চলে আসা মায়ার বাঁধন ছিড়ে ফেলতে,
পারিনি তোর , চোখের আবদার মুছে ফেলতে...
আমি জানি , তুই আজও আমায় ভালোবাসিস.... তাই তো আজও ,  মাদক নেশার মতো তোর চোখের জলে আমি ভাসি. ...
মুহূর্তের পর মুহূর্ত উজাড় করে দিতে পারি আজও তোর নামে...
পেজা তুলোর মতো, স্বপ্ন গুলো যখন শেষ বিকেলে ধরা দেয় আমার  চিলেকোঠায়, 
আমি চিঠি লিখি আকাশের ঠিকানায়,...
যদি কোনো এক সন্ধ্যায় চেনা শব্দরা ঝরে পড়ে তোর খোলা জানলায়...
তুই অপেক্ষায় থাকিবি তো?
কিন্তু আবারও মনে পড়ে যায়,
তোকে ভুলতে চেয়েছিলাম কোন এক আলোকবর্ষ আগে.....
পুরনো খাতার প্রতি পাতায় আঁকি বুকি কাটা তোর নাম গুলো,
বীজগণিত এর মতো আমার মাথার শিরা উপশিরায় জড়িয়ে যায়....
জড়িয়ে যায় সব চিন্তা ভাবনা, 
একটা জাল বুনে চলে  খুব দক্ষ হাতে...
যাতে মেশানো থাকে বিষাক্ত স্মৃতিদের কান্না...
অভেদ্য সেই প্রাচীর আমি ভাঙার চেষ্টা করি বার বার...
আহত, ক্ষত বিক্ষত হয়ে ফিরে আসি, আমি আবার পুরোনো ঠিকানায়....
তবুও আমি ভুলে যাই,
তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোকবর্ষ আগে..... #OpenPoetry Swagata Pathak
#কোনো এক আলোকবর্ষ আগে

তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোকবর্ষ আগে...
যখন কালো অন্ধকার , আমার পায়ের শিকল হয়েছিল, আমি ছায়া পথ জুড়ে শুধু খুঁজে গেছি তোর নাম....
একটু একটু করে আমার শরীরের শেষ রক্ত বিন্দু যখন শুকিয়ে গেছে...
তবুও বাষ্পীভূত হয়ে উবে গেছে জমাট বাধা কান্না...
যেদিন শেষ দেখা হলো তোর সাথে, 
আমার সমস্ত স্নায়ু গুলো আমাকে উত্তেজিত করছিল, 
শুধু একবার তোকে আঁকরে ধরার জন্য....
শেষ বিকেলের পড়ন্ত রোদ যখন পড়ছিল তোর মুখে চোখে, আমি আরও বেশী হারিয়ে যাচ্ছিলাম তোর প্রেমের গভীরে....
তোকে পেতে চাইছিলাম একান্ত আপন করে...
কিন্তু তারপর যখন,
তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোক বর্ষ আগে...
আমি বার বার  হেরে গেছি,
পারিনি সব টা মুছে ফেলতে., 
শুধু হাত বাড়িয়ে প্রতীক্ষা করে গেছি কবে আবার আসবে সেই সোনালী বিকেল বেলা..
আমি তোকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ব একবার ,
শুধু একবার অবাধ্য হবো, সব বাধা ভুলে...
সে সময় যে আর এলো না....
শুধু বুকের মাঝে , চাপা কান্না রা বসত বাড়ি বানালো অনেক বছর ধরে...
আবার যখন ,
তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোকবর্ষ আগে...
পারিনি সেই অন্তিম কাল ধরে চলে আসা মায়ার বাঁধন ছিড়ে ফেলতে,
পারিনি তোর , চোখের আবদার মুছে ফেলতে...
আমি জানি , তুই আজও আমায় ভালোবাসিস.... তাই তো আজও ,  মাদক নেশার মতো তোর চোখের জলে আমি ভাসি. ...
মুহূর্তের পর মুহূর্ত উজাড় করে দিতে পারি আজও তোর নামে...
পেজা তুলোর মতো, স্বপ্ন গুলো যখন শেষ বিকেলে ধরা দেয় আমার  চিলেকোঠায়, 
আমি চিঠি লিখি আকাশের ঠিকানায়,...
যদি কোনো এক সন্ধ্যায় চেনা শব্দরা ঝরে পড়ে তোর খোলা জানলায়...
তুই অপেক্ষায় থাকিবি তো?
কিন্তু আবারও মনে পড়ে যায়,
তোকে ভুলতে চেয়েছিলাম কোন এক আলোকবর্ষ আগে.....
পুরনো খাতার প্রতি পাতায় আঁকি বুকি কাটা তোর নাম গুলো,
বীজগণিত এর মতো আমার মাথার শিরা উপশিরায় জড়িয়ে যায়....
জড়িয়ে যায় সব চিন্তা ভাবনা, 
একটা জাল বুনে চলে  খুব দক্ষ হাতে...
যাতে মেশানো থাকে বিষাক্ত স্মৃতিদের কান্না...
অভেদ্য সেই প্রাচীর আমি ভাঙার চেষ্টা করি বার বার...
আহত, ক্ষত বিক্ষত হয়ে ফিরে আসি, আমি আবার পুরোনো ঠিকানায়....
তবুও আমি ভুলে যাই,
তোকে ভুলতে চেয়েছিলাম কোনো এক আলোকবর্ষ আগে..... #OpenPoetry Swagata Pathak