একমুঠো রোদ ছড়িয়ে দাও যেখানে একটু আঁধার স্নেহের হাতটি বুলিয়ে দাও মনটি যদি ভার। চাওয়া-পাওয়ার হিসাবটুকু থাক-না খানিক অমিল সুদূর পানে চেয়ে দেখো আকাশ অন্তনীল। #yqbava#yqdada