Nojoto: Largest Storytelling Platform

কিভাবে পালাও এত দূরে (১) কিভাবে পালাও এত দূরে এক

কিভাবে পালাও এত দূরে (১)


কিভাবে পালাও এত দূরে
একটা নদীর পায়ে বেড়ি পরালে
আর ভেবে নিলে সমস্ত বুকজোড়া
বন্যা নিয়ন্ত্রণে এনেছো!
এক, দুই, তিন...
উধাও! আঘাত নির্বিকার
এর পর কত দূর এগোলে ফিরিয়ে আনা গেছে
আমাকে জানিও! 
উত্তর না থাকলে এই ধূ ধূ মাঠ তোমার।
পালাও। এক ছুট্টে বেরিয়ে যাও।

আমি নির্বিকার। অপেক্ষাহীন। 
মাঠ তোমার। তুমি এসো।
 #piu_sangita 
#কৃষিতা
কিভাবে পালাও এত দূরে (১)


কিভাবে পালাও এত দূরে
একটা নদীর পায়ে বেড়ি পরালে
আর ভেবে নিলে সমস্ত বুকজোড়া
বন্যা নিয়ন্ত্রণে এনেছো!
এক, দুই, তিন...
উধাও! আঘাত নির্বিকার
এর পর কত দূর এগোলে ফিরিয়ে আনা গেছে
আমাকে জানিও! 
উত্তর না থাকলে এই ধূ ধূ মাঠ তোমার।
পালাও। এক ছুট্টে বেরিয়ে যাও।

আমি নির্বিকার। অপেক্ষাহীন। 
মাঠ তোমার। তুমি এসো।
 #piu_sangita 
#কৃষিতা
sangitasaha5698

Sangita Saha

New Creator