মনের সোনার পিঞ্জরে রাখি আটকায়ে দিয়াছি ভালবাসার শূণ্য গগনে উড়ায়ে , পাখি তাও কি ফেরে আজ সব মিথ্যে হলো দিনগোনার কাজ , তবুও আমি দেব না বেরি তোমার পায়ে লাখবে না আঁচ তোমার গায়ে । জীবন জোয়ারে ভাসায়ে যাব করব না তবু ক্রন্দন ভাব; কারণ জানি আমি, জানো তুমি তুমিই আমার সবই ॥ Love Bird #pakhi #durnibar #yqdada #poetry