ফিরে আসি আমি বার বার ফিরে যাই তোমার অল্প ডাকেই । রেলগাড়ি থামে বেনামী স্টেশনে এক টুকরো তোমার ছবি এঁকে । নোনা জলে ভেসে, তোমাকে ভালোবেসে কত শীত যে রোদ হয়ে যায় । তোমার কাছে এসে, লুকিয়ে ফেলি হেসে ভাঙ্গা ঘরে কে তোমাকে সাজায় । আরও আরও দাও তুমি কল্পনা নিভে যাক জটিল শব্দরা । আমাকে জোর করে হাতে বেঁধে নাও তুমি গল্পে হারানো শুকতারা । চারিদিকে ভাসে কালো মুখ কেউ শুনছে না খাস খবর । পঞ্জিকা ঘেঁটে তোমার সাথে যাবো ভিক্টোরিয়া কিংবা কবর । আরও আরও দাও তুমি কল্পনা নিভে যাক জটিল শব্দরা । আমাকে জোর করে হাতে বেঁধে নাও তুমি গল্পে হারানো শুকতারা । ফিরে গিয়েও হেরে আসি যতবার তোমায় বাসি ভালো । তোমার ছবি অন্য স্টেশন দেখার আশায় দিন গুনি আজও । ©Satanik Sil ফিরে আসি আমি বার বার #alone #return #Nojoto #bengali #bangla #song #lyrics