Nojoto: Largest Storytelling Platform

খাঁচাতেই যার আজীবন বাস সেও গায় গান স্বাধীনতার। স্

খাঁচাতেই যার আজীবন বাস
সেও গায় গান স্বাধীনতার।
স্বাধীন থাকার মেটেনা আশ
তবু, কাটেনা তার বন্দিদশা।

পায়ের শিকল, ভাঙা সে শক্ত
তার ওপর রয়েছে খাঁচা।
প্রাণ ভেঙে যায়, চোখ ভরে যায়
কে জানত এত কঠিন বাঁচা।

তবু সে বাঁচে তবু সে লড়ে
মাঝে মাঝে গায় তার সেই গান:
"একদিন ঠিক খসবে শিকল, পড়ে থাকবে খাঁচা
স্বাধীন হবে এ প্রাণ।" #bengali #bengali_poem #independence #freedom #life
#death #chained
খাঁচাতেই যার আজীবন বাস
সেও গায় গান স্বাধীনতার।
স্বাধীন থাকার মেটেনা আশ
তবু, কাটেনা তার বন্দিদশা।

পায়ের শিকল, ভাঙা সে শক্ত
তার ওপর রয়েছে খাঁচা।
প্রাণ ভেঙে যায়, চোখ ভরে যায়
কে জানত এত কঠিন বাঁচা।

তবু সে বাঁচে তবু সে লড়ে
মাঝে মাঝে গায় তার সেই গান:
"একদিন ঠিক খসবে শিকল, পড়ে থাকবে খাঁচা
স্বাধীন হবে এ প্রাণ।" #bengali #bengali_poem #independence #freedom #life
#death #chained
avikdas3455

Avik Das

New Creator