Nojoto: Largest Storytelling Platform

*তুচ্ছ নয় রক্ত দান* *বাঁচাতে পারে একটি প্রাণ* স্

*তুচ্ছ নয় রক্ত দান* 
*বাঁচাতে পারে একটি প্রাণ* 
স্বেচ্ছাসেবী সংগঠন **মায়ের প্রেরণা * এর উদ্যোগে  আগামী  ২৮ শে জুন রবিবার বেলা দশটায়* এক *স্বেচ্ছায় রক্ত দান শিবিরের* আয়োজন করা হয়েছে। এই Covid 19 লকডাউনের জন্য দেশের এই সংকটের সময় ব্লাড ব্যাংকে রক্তের  যে ঘাটতি  দেখা দিয়েছে সেই ঘাটতি কিছুটা হলেও মেটানোর জন্য সকলের কাছে অনুরোধ এগিয়ে আসুন নিজে রক্তদান করুন সুস্থ থাকুন এবং অন্য কেউ রক্তদানে উদ্বুদ্ধ করুন।
 *আপনার দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়ে তুলতে পারে।* 
*স্থান* - আনন্দ অঙ্গন ক্লাব বালি নর্থ ঘোষপাড়া, উৎসব লজের নিকট। 
সময়- বেলা দশটা
আমাদের সঙ্গে আপনাদের এই ভালবাসার বন্ধন আরও দৃঢ় হোক, আসুন রক্ত দান করুন, সকলের সাদর আমন্ত্রণ রইল ।
*বিশেষ সহযোগিতায়* : আনন্দ অঙ্গন ক্লাব 
প্রয়োজনে যোগাযোগ করুন +919038851896/ +918777072033 নম্বরে।
বিশেষ দ্রষ্টব্য ঃ-রক্তদানের সাথে করোনার কোনো সম্পর্ক নেই তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী রবিবার ২৮ শে জুন আপনার মূল্যবান রক্ত দান করে রক্তের সংকট মেটাতে সহায়তা করুন। যারা রক্তদান করবেন রক্ত দেবার আগে ভারি খাবার খাবেন না। হাল্কা খাবার খান। এবং জল পান করুন। 
আপনি মদ্যপান করলে ২৪ ঘন্টা রক্ত দান করতে পারবেন না। কারণ সেই রক্ত দূষিত রক্ত। অতঃপর এটা থেকে দূরে থাকুন।
রক্তদান করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনার নিজের উপকার হয়, সেগুলো কি কি ...
#রক্তদানের_উপকারিতা:-
● রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।আর একজনের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির কাছে একটি মহান কাজ।
● রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত
 " বোন ম্যারো " নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্ত কনিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরি হার বাড়িয়ে দেয়।
● রক্তদান করা মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।
● নিয়মিত রক্তদান হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়।
● চার বছর ধরে ১২০০ লোকের গবেষণা করে দেখা গেছে যারা বছরে দুবার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম পরিলক্ষিত হয়েছে,বিশেষ করে করে ফুসফুস, লিভার, কোলন,পাকস্থলি ও গলার ক্যান্সার।
● নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়, যেমন হেপাটাইটিস -বি, হেপাটাইটিস- সি, সিফিলিস, এইচ.আই.ভি/ এইডস ইত্যাদি
● একবার রক্ত দিলে প্রায় ৬৫০ ক্যালোরি করে শক্তি খরচ হয় যা ওজন কমানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। #Health
*তুচ্ছ নয় রক্ত দান* 
*বাঁচাতে পারে একটি প্রাণ* 
স্বেচ্ছাসেবী সংগঠন **মায়ের প্রেরণা * এর উদ্যোগে  আগামী  ২৮ শে জুন রবিবার বেলা দশটায়* এক *স্বেচ্ছায় রক্ত দান শিবিরের* আয়োজন করা হয়েছে। এই Covid 19 লকডাউনের জন্য দেশের এই সংকটের সময় ব্লাড ব্যাংকে রক্তের  যে ঘাটতি  দেখা দিয়েছে সেই ঘাটতি কিছুটা হলেও মেটানোর জন্য সকলের কাছে অনুরোধ এগিয়ে আসুন নিজে রক্তদান করুন সুস্থ থাকুন এবং অন্য কেউ রক্তদানে উদ্বুদ্ধ করুন।
 *আপনার দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়ে তুলতে পারে।* 
*স্থান* - আনন্দ অঙ্গন ক্লাব বালি নর্থ ঘোষপাড়া, উৎসব লজের নিকট। 
সময়- বেলা দশটা
আমাদের সঙ্গে আপনাদের এই ভালবাসার বন্ধন আরও দৃঢ় হোক, আসুন রক্ত দান করুন, সকলের সাদর আমন্ত্রণ রইল ।
*বিশেষ সহযোগিতায়* : আনন্দ অঙ্গন ক্লাব 
প্রয়োজনে যোগাযোগ করুন +919038851896/ +918777072033 নম্বরে।
বিশেষ দ্রষ্টব্য ঃ-রক্তদানের সাথে করোনার কোনো সম্পর্ক নেই তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগামী রবিবার ২৮ শে জুন আপনার মূল্যবান রক্ত দান করে রক্তের সংকট মেটাতে সহায়তা করুন। যারা রক্তদান করবেন রক্ত দেবার আগে ভারি খাবার খাবেন না। হাল্কা খাবার খান। এবং জল পান করুন। 
আপনি মদ্যপান করলে ২৪ ঘন্টা রক্ত দান করতে পারবেন না। কারণ সেই রক্ত দূষিত রক্ত। অতঃপর এটা থেকে দূরে থাকুন।
রক্তদান করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনার নিজের উপকার হয়, সেগুলো কি কি ...
#রক্তদানের_উপকারিতা:-
● রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে।আর একজনের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির কাছে একটি মহান কাজ।
● রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত
 " বোন ম্যারো " নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্ত কনিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরি হার বাড়িয়ে দেয়।
● রক্তদান করা মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়।
● নিয়মিত রক্তদান হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়।
● চার বছর ধরে ১২০০ লোকের গবেষণা করে দেখা গেছে যারা বছরে দুবার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম পরিলক্ষিত হয়েছে,বিশেষ করে করে ফুসফুস, লিভার, কোলন,পাকস্থলি ও গলার ক্যান্সার।
● নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়, যেমন হেপাটাইটিস -বি, হেপাটাইটিস- সি, সিফিলিস, এইচ.আই.ভি/ এইডস ইত্যাদি
● একবার রক্ত দিলে প্রায় ৬৫০ ক্যালোরি করে শক্তি খরচ হয় যা ওজন কমানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। #Health