Nojoto: Largest Storytelling Platform

চলো না ফিরে যাই আমাদের সেই ছোটবেলায়, যেখানে ছিল না

চলো না ফিরে যাই আমাদের সেই ছোটবেলায়,
যেখানে ছিল না নাটকের পরিচয়।
ছোটবেলায় ভাবতাম কবে আমি বড় হবো,
বড় হয়ে জানলাম পৃথিবীটা অনেক ছোট হয়।
ছোটবেলায় খেয়েছি অনেক বড়দের বকুনি ও চড়,
ভেবেছিলাম বড় হয়ে হবে নাকো এসবের সঙ্গে পরিচয়।
চলো না ফিরে যাই আমাদের  সেই ছোটবেলায়,
যেখানে হয়েছিলো বাজার বাগের সঙ্গে সঙ্গে স্কুলের পরিচয়।
ছোটবেলায় ভেবেছিলাম পড়াশোনা তো শুধু কলেজে হয়,
বড় হয়ে জানলাম কলেজে তো শুধু প্রেমই হয়।
ছোটবেলায় হয়েছিলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচয়,
বড় হয়ে হতে হলো মানবিক দূষণের সঙ্গে পরিচয়।
ছোটবেলায় হয়নি হিন্দু মুসলিমের সঙ্গে পরিচয়,
বড় হয়ে হতে হলো ধর্মের সঙ্গে ধর্মের পরিচয়।
চলো না ফিরে যাই আমাদের সেই ছোটবেলায়,
যেখানে হয়েছিলো মায়ের সঙ্গে আমার প্রথম পরিচয়।।

                              বহুরূপী
চলো না ফিরে যাই আমাদের সেই ছোটবেলায়,
যেখানে ছিল না নাটকের পরিচয়।
ছোটবেলায় ভাবতাম কবে আমি বড় হবো,
বড় হয়ে জানলাম পৃথিবীটা অনেক ছোট হয়।
ছোটবেলায় খেয়েছি অনেক বড়দের বকুনি ও চড়,
ভেবেছিলাম বড় হয়ে হবে নাকো এসবের সঙ্গে পরিচয়।
চলো না ফিরে যাই আমাদের  সেই ছোটবেলায়,
যেখানে হয়েছিলো বাজার বাগের সঙ্গে সঙ্গে স্কুলের পরিচয়।
ছোটবেলায় ভেবেছিলাম পড়াশোনা তো শুধু কলেজে হয়,
বড় হয়ে জানলাম কলেজে তো শুধু প্রেমই হয়।
ছোটবেলায় হয়েছিলো প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পরিচয়,
বড় হয়ে হতে হলো মানবিক দূষণের সঙ্গে পরিচয়।
ছোটবেলায় হয়নি হিন্দু মুসলিমের সঙ্গে পরিচয়,
বড় হয়ে হতে হলো ধর্মের সঙ্গে ধর্মের পরিচয়।
চলো না ফিরে যাই আমাদের সেই ছোটবেলায়,
যেখানে হয়েছিলো মায়ের সঙ্গে আমার প্রথম পরিচয়।।

                              বহুরূপী