Nojoto: Largest Storytelling Platform

১ ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া ঠিক হাতে গোলাপ তু

১
ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

মিঠে সকালের কথা
কখনও বৃষ্টি ভেজা 
তোমার লালচে অভিমান ।
হলুদ মাঠের শেষে 
একটা ফুলের ঘর
কেউ জানে না তার নাম ।

একজন আছে বসে 
গন্ধ ভোলেনি আজও ।
রেখেছে প্রতি কথার দাম । (২)

২
নিভছে প্রদীপ রাতে 
তোমায় গোপন করে 
লুকোচুরি তোমার খেলা ।
মিছি মিছি ভুল ত্রুটি 
এক ছাদে দুজনে
দেখেছি আলোর মেলা ।

একজন বসে আছে 
গন্ধ ভোলেনি আজও ।
তোমার কুঁড়ি দিয়ে সাজিও ।

ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

©Satanik Sil ফুলের ঘর | House of Flowers
#bangla #bengali #song #banglasong #bengalisong #lyrics #love #life #romance 
#drowning
১
ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

মিঠে সকালের কথা
কখনও বৃষ্টি ভেজা 
তোমার লালচে অভিমান ।
হলুদ মাঠের শেষে 
একটা ফুলের ঘর
কেউ জানে না তার নাম ।

একজন আছে বসে 
গন্ধ ভোলেনি আজও ।
রেখেছে প্রতি কথার দাম । (২)

২
নিভছে প্রদীপ রাতে 
তোমায় গোপন করে 
লুকোচুরি তোমার খেলা ।
মিছি মিছি ভুল ত্রুটি 
এক ছাদে দুজনে
দেখেছি আলোর মেলা ।

একজন বসে আছে 
গন্ধ ভোলেনি আজও ।
তোমার কুঁড়ি দিয়ে সাজিও ।

ভুল করে ছুঁয়ে ফেলি কৃষ্ণচূড়া
ঠিক হাতে গোলাপ তুলে দিও ।
যেটুকু হিসেব বাকি, আজ তোলা থাক ।
রাতের আদরে শোধ নিও ।

©Satanik Sil ফুলের ঘর | House of Flowers
#bangla #bengali #song #banglasong #bengalisong #lyrics #love #life #romance 
#drowning
sataniksil2455

Satanik Sil

New Creator