Nojoto: Largest Storytelling Platform

কতো গল্প রয়ে গেলো না বলা কতো সপ্নের হলো না পাল তো

কতো গল্প রয়ে গেলো না বলা
কতো সপ্নের হলো না পাল তোলা 
কতো আখী দেখিবে না কালকের সূর্য্য
কতো ঘর হারিয়েছে ধর্য্য
জ্বলছে আগুন নিরন্তর
হাট, বাজার, স্কুল, দফতর
সব কিছু পড়ে আছে বিস্তর
শুধু শান্ত হচ্ছে না শব ঘর
বিশাল রাস্তাটা জনশূন্য, ফাঁকা
কী যেন এক অস্থির স্তব্দতা
সেই শূন্যতা ভেদ করে
মাঝে মাঝে আসে সেইরেনের শব্দটা
হাসপাতাল সব নাজেহাল
Front-liners দের না-রাত না-সকাল
দুষারুপের নাহি অন্ত
মগের মুল্লুক হয়েছে গণতন্ত্র
এই ধ্বংসের দায়ী কে
যে যাই বলুক, আমি জানি মানুষ নিজে
নিজেকে দিয়ে শ্রেষ্টতমের তকমা
হয়েছি মত্ত এড়াতে প্রকৃতির সীমা
এই অশনি সংকেতেও যদি না করো বিচার
না জানি কি করে হবে মানবের উদ্ধার! ***অসহায় সময়!***

#yourquotedada #yqdada #bengaliquote #bengali_poem #coronavirus #covid19 #coronatimes #yourquotebengali
কতো গল্প রয়ে গেলো না বলা
কতো সপ্নের হলো না পাল তোলা 
কতো আখী দেখিবে না কালকের সূর্য্য
কতো ঘর হারিয়েছে ধর্য্য
জ্বলছে আগুন নিরন্তর
হাট, বাজার, স্কুল, দফতর
সব কিছু পড়ে আছে বিস্তর
শুধু শান্ত হচ্ছে না শব ঘর
বিশাল রাস্তাটা জনশূন্য, ফাঁকা
কী যেন এক অস্থির স্তব্দতা
সেই শূন্যতা ভেদ করে
মাঝে মাঝে আসে সেইরেনের শব্দটা
হাসপাতাল সব নাজেহাল
Front-liners দের না-রাত না-সকাল
দুষারুপের নাহি অন্ত
মগের মুল্লুক হয়েছে গণতন্ত্র
এই ধ্বংসের দায়ী কে
যে যাই বলুক, আমি জানি মানুষ নিজে
নিজেকে দিয়ে শ্রেষ্টতমের তকমা
হয়েছি মত্ত এড়াতে প্রকৃতির সীমা
এই অশনি সংকেতেও যদি না করো বিচার
না জানি কি করে হবে মানবের উদ্ধার! ***অসহায় সময়!***

#yourquotedada #yqdada #bengaliquote #bengali_poem #coronavirus #covid19 #coronatimes #yourquotebengali
tusharpaul3153

Tushar Paul

New Creator