রাত জাগা তারাদেরও কি স্বপ্ন থাকে দিনের আলোয় ঘুমিয

রাত জাগা তারাদেরও কি স্বপ্ন থাকে
দিনের আলোয় ঘুমিয়ে থেকে তারাও কি
রং মাখে ??
সাগর কেনো উত্তাল হয়েও ভেতরে এত শান্ত
প্রশ্নদের এই জ্বালাতনে পরে আমি
বড়ই ক্লান্ত ।

©The Aghori
  #Stars
play