Nojoto: Largest Storytelling Platform

দেখবে জীবনের পথে, প্রথমে তুমি যতই হোঁচট খাবে। তোমা

দেখবে জীবনের পথে, প্রথমে
তুমি যতই হোঁচট খাবে।
তোমার পরের, সফলতা ততই
সুন্দর ও সুদীর্ঘ হবে।
যখন তুমি এই নদীর মতন
উত্তাল হবে, তোমাকে দেখে
ঐ স্রোতে ভাষার মানুষের
অভাব হবেনা।
তাই জীবনে থমকে যাও, কিছু
ক্ষণের জন্য।
কিন্তূ থেমে যেও না।
সফলতা তোমাকে ছাড়বে না

©Dibyendu Kabi
  Motivated Life
dibyendukabi7109

Dibyendu Kabi

New Creator
streak icon14

Motivated Life #Motivational

117 Views