Nojoto: Largest Storytelling Platform

এক অচেনা দেশের অচেনা পথে হারিয়ে যেতে চায় এ মন। ভা

এক অচেনা দেশের অচেনা পথে
হারিয়ে যেতে চায় এ মন। 
ভালোবাসার অতল গভীরে গিয়ে
ভাসিয়ে দিতে চায় এ প্রান।
আর যে সয় না এ বেদনা  
জানিনা কবে জাগবে তোমার মনে চেতনা।
সময় যে বরই কম  
মনে হয় এই বুঝি পিছু ডাকল যম।
কে জানে কি হবে আগামীকাল   
যদি ঝড় আসে জীবনে কোনো বিশাল,
তুমি সূধু হাতখানি ধরে আমার,
জীবনের শেষ প্রান্ত করে দিও পার। 
ভালোবাসতাম ভালোবাসি ভালোবাসবো 
এ জন্মে যদি না হয় মিলন,
পরজন্মে তো আমি আবার আসব❤ ভাবুক মনের ভাবনা/bhabuk miner bhabna...❤
#ভাবুক_মন #আমারভাবনা #bengalilovequotes #lovepoem #yqbaba #yqdidi #yqquotes #mypoems
এক অচেনা দেশের অচেনা পথে
হারিয়ে যেতে চায় এ মন। 
ভালোবাসার অতল গভীরে গিয়ে
ভাসিয়ে দিতে চায় এ প্রান।
আর যে সয় না এ বেদনা  
জানিনা কবে জাগবে তোমার মনে চেতনা।
সময় যে বরই কম  
মনে হয় এই বুঝি পিছু ডাকল যম।
কে জানে কি হবে আগামীকাল   
যদি ঝড় আসে জীবনে কোনো বিশাল,
তুমি সূধু হাতখানি ধরে আমার,
জীবনের শেষ প্রান্ত করে দিও পার। 
ভালোবাসতাম ভালোবাসি ভালোবাসবো 
এ জন্মে যদি না হয় মিলন,
পরজন্মে তো আমি আবার আসব❤ ভাবুক মনের ভাবনা/bhabuk miner bhabna...❤
#ভাবুক_মন #আমারভাবনা #bengalilovequotes #lovepoem #yqbaba #yqdidi #yqquotes #mypoems
arpitabanik6026

Apu

New Creator