ওই, দেখা দে না! ওই, শব্দ পাঠা! বুঝতে পারিস না, অপেক্ষা ক'রি? ওই, অপেক্ষা ক'রছিস? ভেজাস না এভাবে, আমি যে কাদা পছন্দ ক'রি না, ভুলে গেলি? শুনতে পাচ্ছিস? আর তো আগলে রাখা হবে না, দূর থেকে-ও না। উঠে পড়ছিস? থাক্, আর কিছুক্ষণ, সূর্যাস্ত পর্যন্ত, তারপর আটকাবো না আর, কথা দিচ্ছি, পৌঁছে দেবো বাড়ি অবধি ছায়ার মতো, হাওয়ার মতো, যেমন ক'রে আঙুল বোলাই তোর রুক্ষ চুলে। টের পাস? পাস না বোধ হয়, যেমন পাস নি সেদিন দেওয়াল জুড়ে রক্ত, আর রক্ত জুড়ে দেওয়াল উঠলো চিরকালীন যেদিন... -সুদেষ্ণা