Nojoto: Largest Storytelling Platform

#আজ_অনেকদিন_পর #অঞ্জলী_দাশ_গুপ্ত আজ অনেকদিন পর মন

#আজ_অনেকদিন_পর
#অঞ্জলী_দাশ_গুপ্ত

আজ অনেকদিন পর মনে হলো
নতুন এক সূর্য উদয় হয়েছে।
আমার কবিতারা আজ যেন দিশেহারা
মনে যেন প্রাণের স্পন্দন ঘটেছে।

বীজ থেকে যে চারা গাছটি বেরিয়েছিল
তাতে আজ ফুল ধরেছে।
কত পরিযায়ী পাখির কিচির মিচির শব্দ
শান্তির দূত হয়ে শরীর স্পর্শ করেছে।

ঘাস ও শিশিরের আবার নতুন করে দেখা হয়েছে
ঘাসের উপর শিশিররা সুখের চাদর বিছিয়ে দিয়েছে।
নদী দিয়ে সুন্দর শীতল বাতাস এসেছে
যা একাকিত্বকে দূর করে দিয়েছে।

মনের সব গ্লানি আজ যেন
জলে কচুরিপানার মত ভাসছে।
আজ যেন ঘরের কোণ্ গুলোও
কি এক উৎসবে নতুন করে সাজছে।
দীর্ঘ অপেক্ষার আজ যেন অবসান হয়েছে
অশান্ত মন ও অনিদ্রা যেন তার সঙ্গী পেয়েছে। #আজ অনেকদিন পর
#অঞ্জলী দাশ গুপ্ত
#আজ_অনেকদিন_পর
#অঞ্জলী_দাশ_গুপ্ত

আজ অনেকদিন পর মনে হলো
নতুন এক সূর্য উদয় হয়েছে।
আমার কবিতারা আজ যেন দিশেহারা
মনে যেন প্রাণের স্পন্দন ঘটেছে।

বীজ থেকে যে চারা গাছটি বেরিয়েছিল
তাতে আজ ফুল ধরেছে।
কত পরিযায়ী পাখির কিচির মিচির শব্দ
শান্তির দূত হয়ে শরীর স্পর্শ করেছে।

ঘাস ও শিশিরের আবার নতুন করে দেখা হয়েছে
ঘাসের উপর শিশিররা সুখের চাদর বিছিয়ে দিয়েছে।
নদী দিয়ে সুন্দর শীতল বাতাস এসেছে
যা একাকিত্বকে দূর করে দিয়েছে।

মনের সব গ্লানি আজ যেন
জলে কচুরিপানার মত ভাসছে।
আজ যেন ঘরের কোণ্ গুলোও
কি এক উৎসবে নতুন করে সাজছে।
দীর্ঘ অপেক্ষার আজ যেন অবসান হয়েছে
অশান্ত মন ও অনিদ্রা যেন তার সঙ্গী পেয়েছে। #আজ অনেকদিন পর
#অঞ্জলী দাশ গুপ্ত