Nojoto: Largest Storytelling Platform

আদুরে রোদ যেমন উষ্ণতা দেয় শীতের দিনে তেমনি তোমার

আদুরে রোদ যেমন উষ্ণতা দেয় শীতের দিনে
তেমনি তোমার খিলখিলিয়ে হাসি আর মিষ্ট কথায়
হিল্লোল জাগায় আমার প্রাণে।
নিজের জনাও নেয়না খোঁজ হয়তো 
তোমার মতো ভালোবেসে
সকাল-সন্ধ্যায় নিয়ম করে..
কি করছো?খেলে? পায়ের ব্যথাটা কমেছে? 
সাবধানে থেকো ইত্যাদি
মনের অনেক কাছাকাছি অল্পদিনেই yqতে এসে 
পেলাম আমার সোনামেয়ে ।
কোনোদিন হয়তো পড়ার তাড়ায় বেড়িয়ে গেছো ভোরবেলায়
সুপ্রভাত বলার পাওনি সময়।
ফিরে এসেই ম্যাসেজ করো আমার কথা মনে করে
সম্পর্কগুলো বেঁচে থাকুক নিঃস্বার্থ ভালোবাসায় লেখনীর সূত্র ধরে। Dedicating a #testimonial to Sanjukta Acharya
না কোনো কারণ নেই। এমনিই কদিন ধরে ভাবছিলাম আমার সোনা মেয়েটাকে একটা উপহার দিই। কিন্তু লিখতে তেমন পারিনা যা মনে আসে তাই লিখি।আজ স্নান করে ছাদে চুল শুকাচ্ছিলাম । তখনই লিখলাম এটা। ছন্দের অমিল থাকলেও ভালোবাসার ঘাটতি নেই এতোটুকুও এই বলে দিলাম।ওর গুণের কথা সবাই জানো আর যেগুলো তোমরা জানো না সেগুলো ক্রমশ জানতে পারবে।



#উপহার 
#তোমায়দিলামআজ 
#শ্রীমতীটুম্পা
আদুরে রোদ যেমন উষ্ণতা দেয় শীতের দিনে
তেমনি তোমার খিলখিলিয়ে হাসি আর মিষ্ট কথায়
হিল্লোল জাগায় আমার প্রাণে।
নিজের জনাও নেয়না খোঁজ হয়তো 
তোমার মতো ভালোবেসে
সকাল-সন্ধ্যায় নিয়ম করে..
কি করছো?খেলে? পায়ের ব্যথাটা কমেছে? 
সাবধানে থেকো ইত্যাদি
মনের অনেক কাছাকাছি অল্পদিনেই yqতে এসে 
পেলাম আমার সোনামেয়ে ।
কোনোদিন হয়তো পড়ার তাড়ায় বেড়িয়ে গেছো ভোরবেলায়
সুপ্রভাত বলার পাওনি সময়।
ফিরে এসেই ম্যাসেজ করো আমার কথা মনে করে
সম্পর্কগুলো বেঁচে থাকুক নিঃস্বার্থ ভালোবাসায় লেখনীর সূত্র ধরে। Dedicating a #testimonial to Sanjukta Acharya
না কোনো কারণ নেই। এমনিই কদিন ধরে ভাবছিলাম আমার সোনা মেয়েটাকে একটা উপহার দিই। কিন্তু লিখতে তেমন পারিনা যা মনে আসে তাই লিখি।আজ স্নান করে ছাদে চুল শুকাচ্ছিলাম । তখনই লিখলাম এটা। ছন্দের অমিল থাকলেও ভালোবাসার ঘাটতি নেই এতোটুকুও এই বলে দিলাম।ওর গুণের কথা সবাই জানো আর যেগুলো তোমরা জানো না সেগুলো ক্রমশ জানতে পারবে।



#উপহার 
#তোমায়দিলামআজ 
#শ্রীমতীটুম্পা