Nojoto: Largest Storytelling Platform

সুখ পিপাসু রাফাত আহমেদ নীল আবরণে এতো সুখ কেন? সু

সুখ পিপাসু
রাফাত আহমেদ 

নীল আবরণে এতো সুখ কেন?
সুখের সুখে খুশি হই
দুঃখের মা কে জড়িয়ে ধরি,
তাঁর আচলে খুঁজি মৃত্যু। 
আবার মৃত্যুর দেহে পোস্টমর্টেম করি
তাঁর বুক কাটলেও বের হয়ে আসে তাঁর মৃত্যুর রহস্য। 
তাঁকে হত্যা করা হয়েছে মুরামাসার ব্লেড দিয়ে।
মৃত্যুর মৃত্যুতে,
সভ্য সমাজের শোক সভায় সভাপতিত্ব করছে খুনি।
তবুও ভাবছি,
নীল আবরণে এতো সুখ কেন?

©Rafat Ahmed #lifeafterdeath
সুখ পিপাসু
রাফাত আহমেদ 

নীল আবরণে এতো সুখ কেন?
সুখের সুখে খুশি হই
দুঃখের মা কে জড়িয়ে ধরি,
তাঁর আচলে খুঁজি মৃত্যু। 
আবার মৃত্যুর দেহে পোস্টমর্টেম করি
তাঁর বুক কাটলেও বের হয়ে আসে তাঁর মৃত্যুর রহস্য। 
তাঁকে হত্যা করা হয়েছে মুরামাসার ব্লেড দিয়ে।
মৃত্যুর মৃত্যুতে,
সভ্য সমাজের শোক সভায় সভাপতিত্ব করছে খুনি।
তবুও ভাবছি,
নীল আবরণে এতো সুখ কেন?

©Rafat Ahmed #lifeafterdeath
rafatahmed4803

Rafat Ahmed

New Creator