Nojoto: Largest Storytelling Platform

পালাতে পালাতে বেড়ে যায় বুকের ধড়ফড়ানি,নি:শ্বাস বেগব

পালাতে পালাতে বেড়ে যায়
বুকের ধড়ফড়ানি,নি:শ্বাস বেগবান;
দুপায়ে জখম,কাঁটাতার,জ্বলন্ত অঙ্গার,
পশ্চাৎধাবনরত ঘাতক,শয়তান;

মরা চাঁদ ঝুলে থাকে গাছে গাছে,
কামনার বনে দাপিয়ে মরে কুকুরের দল
জলহাওয়া মধু রাতে চাক বাঁধে--
শহরতলির বুকে জ্বলে দাবানল;

দুটো একটা তারা ভাসে,
সমুদ্রে মাথা তোলে দ্বীপ
ধ্বংসের পথ বুঝি সীমাহীন কালো--
বুকে ভর দিয়ে জিভ কাটে সরীসৃপ;
মৃত্যুর আগে জ্বলজ্বল করে চোখ,
ঝকমকি নুড়িপথ মাথা রাখে
               পিচরাস্তায়,
শিরদাঁড়া থেকে খসে পড়ে
থোকা থোকা বালি গুঁড়ো,
দৌঁড়ে চলো এখন অকূলপাথারে--
গুঁড়িয়ে দাও যত কাঁচখন্ড
        বিক্ষত এই পায়ের তলায়... #স্ফটিক শিলপথ#কবিতা#
পালাতে পালাতে বেড়ে যায়
বুকের ধড়ফড়ানি,নি:শ্বাস বেগবান;
দুপায়ে জখম,কাঁটাতার,জ্বলন্ত অঙ্গার,
পশ্চাৎধাবনরত ঘাতক,শয়তান;

মরা চাঁদ ঝুলে থাকে গাছে গাছে,
কামনার বনে দাপিয়ে মরে কুকুরের দল
জলহাওয়া মধু রাতে চাক বাঁধে--
শহরতলির বুকে জ্বলে দাবানল;

দুটো একটা তারা ভাসে,
সমুদ্রে মাথা তোলে দ্বীপ
ধ্বংসের পথ বুঝি সীমাহীন কালো--
বুকে ভর দিয়ে জিভ কাটে সরীসৃপ;
মৃত্যুর আগে জ্বলজ্বল করে চোখ,
ঝকমকি নুড়িপথ মাথা রাখে
               পিচরাস্তায়,
শিরদাঁড়া থেকে খসে পড়ে
থোকা থোকা বালি গুঁড়ো,
দৌঁড়ে চলো এখন অকূলপাথারে--
গুঁড়িয়ে দাও যত কাঁচখন্ড
        বিক্ষত এই পায়ের তলায়... #স্ফটিক শিলপথ#কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#স্ফটিক শিলপথ#কবিতা#