Nojoto: Largest Storytelling Platform

এই শহর জানে এই শহর জানে, এর ধুলায় আমার প্রথম



এই শহর জানে


এই শহর জানে,
 এর ধুলায় আমার প্রথম চোখের জল,
এর বাতাসে আমার আবদার অবিরল।
এর ঘাসে আমার হাটাহাটির সূত্রপাত,
 এর চাঁদে আমার ঘুম হারানো কত রাত।
এর অলিতে গলিতে  এখনো যে প্রথম প্রেম,
এর স্ট্রিটলাইটে আমার ওই ভাঙ্গা প্রেম।
এর নুড়িতে লেগে কৈশোরের ঝরা রক্ত,
 আমার শহর, তোকে ছাড়া টিকে থাকাই কষ্ট।।

©Udayan Dutta (শ্রীসূক্ত উদয়ন)
  #NightRoad এই শহর জানে