Nojoto: Largest Storytelling Platform

মনে আছে তোমার জন্ম ! কেন আমিতো এখন বেশ দেখতে পাই এ

মনে আছে তোমার জন্ম !
কেন আমিতো এখন বেশ দেখতে পাই
একটা টর্পেডোর মতো অংশ সূর্য থেকে 
ছিটকে এলো অচিরেই,তারপর কত ছোটো ভাগে
বিভক্ত হয়ে নিজ কক্ষপথে ঘুরে চলা অবিরত---
গোলাকার আকৃতি পেলে তুমি ;
আমি তো আজও গন্ধ পাই সেই এমিবা কিংবা
জলজ প্লাঙ্কটনের;বেশ তো দাঁড়িয়ে দেখি
টেথিস সাগরের পলি কীভাবে মাথা তুললো একটা গোটা পার্বতশ্রেণী হয়ে |
---তারপর একভাগ স্থলে আমি পা রাখলাম
যুগ-যুগান্তর,জন্ম-জন্মান্তর----
তুমি তিন ভাগ বারিধি আগলে রাখলে তোমার বুকে;গাছ-অরণ্য--নদী--পাহাড়--গোটা প্রাণীকুলের ধারক হে কোটি কোটি বছরের পৃথিবী---তুমি আজ কেমন আছো?  #পৃথিবী
#challenge
#yqdada
মনে আছে তোমার জন্ম !
কেন আমিতো এখন বেশ দেখতে পাই
একটা টর্পেডোর মতো অংশ সূর্য থেকে 
ছিটকে এলো অচিরেই,তারপর কত ছোটো ভাগে
বিভক্ত হয়ে নিজ কক্ষপথে ঘুরে চলা অবিরত---
গোলাকার আকৃতি পেলে তুমি ;
আমি তো আজও গন্ধ পাই সেই এমিবা কিংবা
জলজ প্লাঙ্কটনের;বেশ তো দাঁড়িয়ে দেখি
টেথিস সাগরের পলি কীভাবে মাথা তুললো একটা গোটা পার্বতশ্রেণী হয়ে |
---তারপর একভাগ স্থলে আমি পা রাখলাম
যুগ-যুগান্তর,জন্ম-জন্মান্তর----
তুমি তিন ভাগ বারিধি আগলে রাখলে তোমার বুকে;গাছ-অরণ্য--নদী--পাহাড়--গোটা প্রাণীকুলের ধারক হে কোটি কোটি বছরের পৃথিবী---তুমি আজ কেমন আছো?  #পৃথিবী
#challenge
#yqdada
jayantaroy2876

Jayanta Roy

New Creator