Nojoto: Largest Storytelling Platform

# আমি থাকিনি 🍂 আমি হেরেছি আবার | English Love

আমি থাকিনি 🍂
 আমি হেরেছি আবার ফিরে পেয়েছি,
আনন্দে হেসেছি,দুঃখেও কেঁদেছি।

বিশ্বাসের কাছে ঠকেছি,তাতে হয়নি কিছু ক্ষতি,
চড়াই-উতরাই আছে বলেই,জীবনে এতো স্ফূর্তি।

শুধু পাওয়া, না-পাওয়ায়,আটকে আমি থাকিনি;

আমি থাকিনি 🍂 আমি হেরেছি আবার ফিরে পেয়েছি, আনন্দে হেসেছি,দুঃখেও কেঁদেছি। বিশ্বাসের কাছে ঠকেছি,তাতে হয়নি কিছু ক্ষতি, চড়াই-উতরাই আছে বলেই,জীবনে এতো স্ফূর্তি। শুধু পাওয়া, না-পাওয়ায়,আটকে আমি থাকিনি; #Love #kunalchandarjk #jonakirsobderjk #jonakiderthikana #rjkhomeproduction #rjkstory #rjkshorts #raterjonakikunalrjk #rjkvoice #gobhirrtejonakirsathe

108 Views