Nojoto: Largest Storytelling Platform

কেউ কেউ টানলেও কাছে, বিবেকের সমীপে সে'ও মহা-নির্বো

কেউ কেউ টানলেও কাছে, বিবেকের সমীপে সে'ও মহা-নির্বোধ,
অনায়াসে বিকোয় যারা, যত্রতত্র নিকৃষ্টতায় নিজস্ব সম্মানবোধ। বন্ধুরা,
দীর্ঘদিন পর তোমাদের সাথে কোলাব করার ইচ্ছে হল। জানিনা কেমন হয়েছে! তবে আত্মসন্মান আর সন্মান এর বিস্তর ফারাকের মাঝে হারিয়ে ফেলেছে কিছু হৃদয় ও সহৃদয়। তাই পুরোনো ছন্দে #Collab ভালো মন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। ইচ্ছে হলে দুলাইন কলমের কালি ধার দিও, খুশি হবো লেখা পড়তে সুযোগ পেলে।

কোলাব শেষে নিজ বন্ধুদের আমন্ত্রন অবশ্যই করবে। তাদেরও তো কলম গতিশীল হবে, তাই না!

 #yqdada
#আত্মসম্মান
#অরুন্ধতী
কেউ কেউ টানলেও কাছে, বিবেকের সমীপে সে'ও মহা-নির্বোধ,
অনায়াসে বিকোয় যারা, যত্রতত্র নিকৃষ্টতায় নিজস্ব সম্মানবোধ। বন্ধুরা,
দীর্ঘদিন পর তোমাদের সাথে কোলাব করার ইচ্ছে হল। জানিনা কেমন হয়েছে! তবে আত্মসন্মান আর সন্মান এর বিস্তর ফারাকের মাঝে হারিয়ে ফেলেছে কিছু হৃদয় ও সহৃদয়। তাই পুরোনো ছন্দে #Collab ভালো মন্দ ফিরে এসেছি তোমাদের কাছে। ইচ্ছে হলে দুলাইন কলমের কালি ধার দিও, খুশি হবো লেখা পড়তে সুযোগ পেলে।

কোলাব শেষে নিজ বন্ধুদের আমন্ত্রন অবশ্যই করবে। তাদেরও তো কলম গতিশীল হবে, তাই না!

 #yqdada
#আত্মসম্মান
#অরুন্ধতী