Nojoto: Largest Storytelling Platform

একটা নদী, বিভিন্ন সময়ে— বিভিন্ন বাঁক , তবু বড্ড জ

একটা নদী, বিভিন্ন সময়ে—
বিভিন্ন বাঁক , তবু বড্ড জেদী ,
শেষ ছুঁয়ে যাবে না , যদি –
হারিয়ে যেতে হয় !

সেই তুমি, মুঠোয় বন্দী করো —
শুকনো আবেগ ।
সেই আমার শিউলি ফুল গাছের —
এক মাটি কান্না ,
আবগের মতো তোমার —
চুলের যত্ন নিতে বেঁধে বসে ।

                 বিকেলের কোলে আলো নেমে এলে ,
                 ফুল গুলো নদীতে ভাসিয়ে দিয়ো ,

                 আমি বলিনি !
                 নদী, ফুল বয়ে নিয়ে গেছে  —
                 তোমার শুকনো আবেগ ভিজিয়ে দিয়ে ! নদী । শুভ সরকার
•
•
•
•
•
#yqbaba
#yqdada
একটা নদী, বিভিন্ন সময়ে—
বিভিন্ন বাঁক , তবু বড্ড জেদী ,
শেষ ছুঁয়ে যাবে না , যদি –
হারিয়ে যেতে হয় !

সেই তুমি, মুঠোয় বন্দী করো —
শুকনো আবেগ ।
সেই আমার শিউলি ফুল গাছের —
এক মাটি কান্না ,
আবগের মতো তোমার —
চুলের যত্ন নিতে বেঁধে বসে ।

                 বিকেলের কোলে আলো নেমে এলে ,
                 ফুল গুলো নদীতে ভাসিয়ে দিয়ো ,

                 আমি বলিনি !
                 নদী, ফুল বয়ে নিয়ে গেছে  —
                 তোমার শুকনো আবেগ ভিজিয়ে দিয়ে ! নদী । শুভ সরকার
•
•
•
•
•
#yqbaba
#yqdada
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator